হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাইডেনকে ‘ধসিয়ে’ দেওয়ার অঙ্গীকার ট্রাম্পের

আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ঘিরে প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে বিদ্রুপ করলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনে জো বাইডেনকে ‘ধসিয়ে’ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নিউ হ্যাম্পশায়ারের ম্যানচেস্টারের একটি হোটেলে দেওয়া ভাষণে ট্রাম্প এমন মন্তব্য করেন। তিনি নির্বাচিত না হলে যুক্তরাষ্ট্র ‘অরাজকতার’ মধ্যে পড়বে বলেও সতর্ক করেন সাবেক এই প্রেসিডেন্ট। জানুয়ারিতে গ্রানাইট স্টেটের পর এটি ছিল ট্রাম্পের প্রথম জনসম্মুখে ভাষণ।

প্রায় দেড় হাজার সমর্থকের সামনে ট্রাম্প বলেন, ‘আগামী নির্বাচনে লড়াই হবে শক্তি বা দুর্বলতার মধ্যে, সাফল্য ও ব্যর্থতার মধ্যে, নিরাপত্তা বা নৈরাজ্যের মধ্যে, শান্তি ও সংঘাতের মধ্যে এবং সমৃদ্ধি ও বিপর্যয়ের মধ্যে।’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা বর্তমানে একটি বিপর্যয়ের মধ্যে বাস করছি। ২০২৪ সালের নভেম্বরে ব্যালট বাক্সে আপনাদের ভোটের মাধ্যমে আমরা জো বাইডেনকে ধসিয়ে দিতে যাচ্ছি। আমাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে যাচ্ছি আমরা।’

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। তবে ২০২০ সালের নির্বাচনে তিনি জো বাইডেনের কাছে পরাজিত হন। গত বছরের নভেম্বরে ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন ট্রাম্প। অন্যদিকে ২০২৪ সালের নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জো বাইডেনও। গত মঙ্গলবার এক ভিডিও বার্তায় আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে নামার ইচ্ছা পোষণ করেন তিনি। এবারও বাইডেনের রানিং মেট হিসেবে থাকবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা