অনুন্নত দেশের মাত্র ৭ শতাংশ মানুষ করোনার টিকার এক ডোজ পেয়েছেন। এ জন্য টিকার মেধাস্বত্ব ছাড়ে কার্যকর পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আহ্বান জানিয়েছে ১৫টি মানবাধিকার সংস্থা। এ সময় বাইডেনের নেতৃত্ব ‘নৈতিক প্রয়োজন’ উল্লেখ করে তাঁকে ছাড়ের সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত হওয়ায় আহ্বানও জানানো হয়।
এ তালিকায় রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, অক্সফাম, পাবলিক সিটিজেন এবং অন্যান্য ১১টি সংস্থা।
চীনে প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত করোনায় অর্ধকোটির বেশি মানুষ মারা গেছেন। উন্নত দেশে দ্রুত গতিতে টিকা কার্যক্রম চললেও অনুন্নত দেশে এখনো বেশির ভাগ নাগরিক টিকা পাননি। এর অন্যতম কারণ টিকা উৎপাদনে বাধ্যবাধকতা। মেধাস্বত্ব ছাড়ে জো বাইডেনের মত থাকলেও অনেক দেশের বিরোধিতার কারণে সেটি হচ্ছে না।