হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গাজা-লেবাননে ‘তোমার মনে যা চায়, করো’: নেতানিয়াহুকে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও লেবাননে যা মন চায় করতে পারেন। চলতি মাসের শুরুর দিকে নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন আলাপে ট্রাম্প এ কথা বলেছিলেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণাত্মক পদক্ষেপগুলোর পক্ষে সমর্থন প্রকাশ করেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, ‘আপনার যা করতে মনে চায়, করুন।’ বিষয়টির সঙ্গে পরিচিত ছয়জন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে এই কথা জানিয়েছে পোস্ট।

নেতানিয়াহু এক উপদেষ্টার কাছে এই টেলিফোন আলাপের বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এদিকে, গাজা উপত্যকায় গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া অসম যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলের ৭৬৫ সেনা নিহত হয়েছে এবং ৫ হাজার ৮৭ আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। গত বছর হামাসের আক্রমণের জবাবে, ইসরায়েল গাজায় একটি কঠোর সামরিক অভিযান চালিয়েছে যার ফলে প্রায় ৪৩ হাজার মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে লক্ষাধিক।

গাজার এই সংঘর্ষ ইসরায়েলের আরেক প্রতিবেশী লেবাননেও ছড়িয়ে পড়েছে। দেশটিতে ইসরায়েলের প্রাণঘাতী হামলায় গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ২ হাজার ৬০০ এর বেশি মানুষ নিহত এবং ১২ হাজার ২০০ এরও বেশি মানুষ আহত হয়েছে।

আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও ইসরায়েলের নির্বিচার আগ্রাসনের কারণে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি একটি আঞ্চলিক যুদ্ধের প্রান্তে। সর্বশেষ, আজ শনিবার সকালে ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়ে এই যুদ্ধের আশঙ্কা আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প