হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গাজা-লেবাননে ‘তোমার মনে যা চায়, করো’: নেতানিয়াহুকে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা ও লেবাননে যা মন চায় করতে পারেন। চলতি মাসের শুরুর দিকে নেতানিয়াহুর সঙ্গে টেলিফোন আলাপে ট্রাম্প এ কথা বলেছিলেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের আক্রমণাত্মক পদক্ষেপগুলোর পক্ষে সমর্থন প্রকাশ করেন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বলেছেন, ‘আপনার যা করতে মনে চায়, করুন।’ বিষয়টির সঙ্গে পরিচিত ছয়জন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে এই কথা জানিয়েছে পোস্ট।

নেতানিয়াহু এক উপদেষ্টার কাছে এই টেলিফোন আলাপের বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এদিকে, গাজা উপত্যকায় গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া অসম যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলের ৭৬৫ সেনা নিহত হয়েছে এবং ৫ হাজার ৮৭ আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। গত বছর হামাসের আক্রমণের জবাবে, ইসরায়েল গাজায় একটি কঠোর সামরিক অভিযান চালিয়েছে যার ফলে প্রায় ৪৩ হাজার মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে লক্ষাধিক।

গাজার এই সংঘর্ষ ইসরায়েলের আরেক প্রতিবেশী লেবাননেও ছড়িয়ে পড়েছে। দেশটিতে ইসরায়েলের প্রাণঘাতী হামলায় গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত ২ হাজার ৬০০ এর বেশি মানুষ নিহত এবং ১২ হাজার ২০০ এরও বেশি মানুষ আহত হয়েছে।

আন্তর্জাতিক সতর্কতা সত্ত্বেও ইসরায়েলের নির্বিচার আগ্রাসনের কারণে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি একটি আঞ্চলিক যুদ্ধের প্রান্তে। সর্বশেষ, আজ শনিবার সকালে ইসরায়েল ইরানে বিমান হামলা চালিয়ে এই যুদ্ধের আশঙ্কা আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া