হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাইডেন-চিনপিং ভার্চুয়াল বৈঠক আগামী সোমবার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ভার্চুয়াল বৈঠক মার্কিন স্থানীয় সময় আগামী সোমবার রাতে অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে প্রতিযোগিতাকে দায়িত্বশীলভাবে পরিচালনা করার উপায় নিয়ে আলোচনা করবেন দুই নেতা। এ ছাড়া যেখানে আমাদের স্বার্থ যেখানে রয়েছে সেখানে একত্রে কাজ করার উপায় নিয়ে আলোচনা করবেন। 

 সাকি আরও বলেন, বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য এবং অগ্রাধিকারগুলো স্পষ্ট করবেন। পাশাপাশি আমাদের উদ্বেগগুলো নিয়ে চীনকে জানানো হবে। 

করোনার উৎস এবং চীনের সম্প্রসারিত পারমাণবিক অস্ত্রাগার ইস্যুতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বিরোধ চলছে। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন যে বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতির দেশের মধ্যে সংঘাত নিরসনে চিনপিংয়ের সঙ্গে সরাসরি সম্পৃক্ততাই সর্বোত্তম উপায়। 

এদিকে বেইজিং সংঘাত যুক্তরাষ্ট্রের এড়াতে আগ্রহী কারণ চলতি বছর শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করবে বেইজিং। এ ছাড়া চলতি বছর চীনের কমিউনিস্ট পার্টির সম্মেলন হবে সেখানে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংকে তৃতীয় দফায় প্রেসিডেন্ট ঘোষণা করা হতে পারে। 

যুক্তরাষ্ট্র সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাইডেন চীনের সঙ্গে কঠোর প্রতিযোগিতাকে স্বাগত জানিয়ে বক্তব্য দেবে। আর যুক্তরাষ্ট্র যে চীনের সঙ্গে বিরোধ চায় না সেটিও জানাবেন। 

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়

কোরআন ছুঁয়ে নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নিলেন জোহরান মামদানি

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার