হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

জঙ্গি নয় সেদিন নিহত হন ১০ বেসামরিক আফগান নাগরিক 

আফগানিস্তানে গত ২৯ আগস্ট জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় আইএস সদস্য নয় বরং নিহত হয়েছেন ১০ আফগান বেসামরিক নাগরিক। স্থানীয় সময় শুক্রবার একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ওই হামলা নিয়ে ভুল স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেনজি বলেন, মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে আইএস সদস্যদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়। তবে সেটি ভুল ছিল। 
 
 গত ২৬ আগস্ট কাবুলের বিমানবন্দরের বাইরে ভয়াবহ হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা আইএসকেপি। এরপর গত ২৭ আগস্ট আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় কাবুলে হামলার পরিকল্পনাকারীসহ আইএসকেপির দুই জঙ্গি নিহত হন। এরপর গত ২৯ আগস্ট কাবুলে ফের ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, হামলায় কয়েকজন আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন। তাঁরা হামলার উদ্দেশ্যে হামিদ কারজাই বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। 

উল্লেখ্য,  গত ৩১ আগস্ট আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যহার শেষ হয়।

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প