হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

জঙ্গি নয় সেদিন নিহত হন ১০ বেসামরিক আফগান নাগরিক 

আফগানিস্তানে গত ২৯ আগস্ট জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের লক্ষ্য করে ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলায় আইএস সদস্য নয় বরং নিহত হয়েছেন ১০ আফগান বেসামরিক নাগরিক। স্থানীয় সময় শুক্রবার একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ওই হামলা নিয়ে ভুল স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। 

যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেনজি বলেন, মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের ওপর ভিত্তি করে আইএস সদস্যদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়। তবে সেটি ভুল ছিল। 
 
 গত ২৬ আগস্ট কাবুলের বিমানবন্দরের বাইরে ভয়াবহ হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেটের (আইএস) আফগানিস্তান শাখা আইএসকেপি। এরপর গত ২৭ আগস্ট আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় কাবুলে হামলার পরিকল্পনাকারীসহ আইএসকেপির দুই জঙ্গি নিহত হন। এরপর গত ২৯ আগস্ট কাবুলে ফের ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, হামলায় কয়েকজন আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন। তাঁরা হামলার উদ্দেশ্যে হামিদ কারজাই বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। 

উল্লেখ্য,  গত ৩১ আগস্ট আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যহার শেষ হয়।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও