হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

১০০ বছরে প্রথমবার মার্কিন প্রতিনিধি পরিষদ প্রথম রাউন্ডের ভোটে স্পিকার নির্বাচনে ব্যর্থ

যুক্তরাষ্ট্রে গত ১০০ বছরে কংগ্রেসের ইতিহাসে এমনটা হয়নি। প্রথম রাউন্ডের ভোটে স্পিকার নির্বাচনে ব্যর্থ হয়েছে হাউস অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদ। ফলে মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত ভোটে প্রতিনিধি পরিষদের স্পিকার হতে পারেননি কেউই। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, গেল নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পায় বিরোধী রিপাবলিকান পার্টি। আর সেই রিপাবলিকানদের মধ্যেই বিভাজনের কারণে প্রথম রাউন্ডের ভোটে স্পিকার হতে পারেননি দলের প্রার্থী কেভিন ম্যাককার্থি। 

১৯২৩ সালের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ প্রথম রাউন্ডের ভোটে স্পিকার নির্বাচন করতে পারল না। শেষ পর্যন্ত স্পিকার ঠিক না করেই কংগ্রেসের নিম্নকক্ষের অধিবেশন মুলতবি করতে হয়। 

স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রতিনিধি পরিষদ নতুন কোনো কাজ করতে পারবে না। ফলে কোনো প্রার্থী সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ না দেওয়া পর্যন্ত নিম্নকক্ষকে কয়েক দফা ভোটাভুটির ভেতর দিয়েই যেতে হবে। 

এদিকে ক্যালিফোর্নিয়ার প্রতিনিধিত্ব করা ম্যাককার্থি পরে যদি স্পিকার নির্বাচিত হনও, তাহলেও তাঁকে রিপাবলিকান কট্টরপন্থী নেতাদের সামলাতে বেগ পেতে হবে। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রথম রাউন্ডে টানা তিনবার ভোটাভুটি হয়। কিন্তু কোনোবারই ম্যাককার্থি প্রয়োজনীয় ২১৮ ভোট সংগ্রহ করতে পারেননি। অথচ নিম্নকক্ষে ২২২ আসন রিপাবলিকানদের দখলে। কট্টর ডানপন্থী ১৯ রিপাবলিকান ম্যাককার্থির বিপক্ষে এককাট্টা ছিলেন। 

তবে প্রতিনিধি পরিষদে সংখ্যালঘু ডেমোক্র্যাটদের এদিন নতুন নেতা হাকিম জেফরিসের সমর্থনে ঐক্যবদ্ধ থাকতেই দেখা গেছে। 

উদ্ভূত পরিস্থিতিতে বুধবার (৪ জানুয়ারি) কংগ্রেসের নিম্নকক্ষের সদস্যরা স্পিকার ঠিক করতে ফের ভোটাভুটির আয়োজন করবেন। তবে এবারও যে সহজে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে এমন ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। এদিকে এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ হতে পারে, তা নিয়ে বিভিন্ন মতামত দিয়ে যাচ্ছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকেরা। 

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প