হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত সচলে প্রয়োজনে বলপ্রয়োগের আহ্বান বাইডেনের

কোভিড-১৯ মোকাবিলায় আরোপিত বিধিনিষেধ শিথিলের দাবিতে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে চলছে অভিনব এক আন্দোলন। কানাডার অন্টারিও ও যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট সংযোগকারী অ্যাম্বাসেডর ব্রিজের দুপারে কয়েক শ মালবাহী ট্রাক জড়ো হয়ে সীমান্ত এলাকা অচল করে দিয়েছে। বন্ধ রয়েছে পণ্য আমদানি-রপ্তানি। এ অবস্থায় এই অবরোধ সরাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগের জন্য বৃহস্পতিবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত এলাকায় টানা চার দিন ধরে এ আন্দোলন চলছে। আন্দোলনকারীরা একে বলছেন—ফ্রিডম কনভয়। তাঁরা অ্যাম্বাসেডর ব্রিজ ও এর দুপারে জমা করেছেন শত শত ট্রাক। আর এর মাধ্যমেই ওই সেতু দিয়ে পারাপার একেবারে বন্ধ করে দিয়েছেন তাঁরা। এতে সবচেয়ে বড় ধকল পোহাতে হচ্ছে সীমান্তের দু-পারে থাকা গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ উৎপাদনকারী কারখানাগুলোকে। তারা উৎপাদন বন্ধ, নিদেনপক্ষে উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন। কারণ, পুরো সরবরাহ ব্যবস্থাই রুদ্ধ।

এ বিষয়ে এরই মধ্যে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে যোগাযোগ হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে অচলাবস্থা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুধু এখানেই নয়, অন্য সীমান্তগুলোতেও একই রকম অবরোধ তৈরির চেষ্টা চলছে। কানাডার জননিরাপত্তামন্ত্রী মার্কো মেনডিসিনো জানিয়েছেন, উইন্ডসর, অটোয়া ও আলবার্টার কোটসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হচ্ছে। কারণ, সেখানেও একই ধরনের সীমান্ত অবরোধের পরিকল্পনা করছে আন্দোলনকারীরা।

পরিস্থিতি সামাল দিতে করণীয় নির্ধারণের জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভার্চুয়ালি দেশটির বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ট্রুডোর কার্যালয় জানিয়েছে, অবরোধের সমাপ্তি টানতে প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত কানাডা।

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প