হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

অ্যাপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠতা ফাঁস, ওপেনএআই থেকে ল্যারি সামার্সের পদত্যাগ

আজকের পত্রিকা ডেস্ক­

যুক্তরাষ্ট্রের সাবেক অর্থমন্ত্রী ল্যারি সামার্স। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সাবেক অর্থমন্ত্রী ল্যারি সামার্স ওপেনএআই বোর্ড থেকে পদত্যাগ করেছেন। কুখ্যাত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টেইনের সঙ্গে সামার্সের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে নথি প্রকাশের কয়েক দিনের মধ্যে আজ বুধবার তিনি এই ঘোষণা দিলেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট সামার্স গত সোমবার জানিয়েছিলেন, তিনি তাঁর সব দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। তিনি আরও বলেন, এই পদক্ষেপ তাঁকে ‘কাছের মানুষের সঙ্গে বিশ্বাস পুনর্গঠন এবং সম্পর্ক মেরামত করার’ সুযোগ দেবে।

মার্কিন হাউস ওভারসাইট কমিটি সামার্স ও অ্যাপস্টেইনের মধ্যে চলমান চিঠিপত্রের বিবরণ প্রকাশ করার পর থেকে সামার্স চাপের মুখে ছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সামার্স এখনো সেখানে অধ্যাপনা করছেন। তারা অ্যাপস্টেইনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নতুন করে তদন্ত শুরু করবে।

ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে বলেছে, ‘ল্যারি ওপেনএআই পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানাই। বোর্ডে তাঁর অবদানের জন্য আমরা কৃতজ্ঞ।’

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস প্রথম এই খবর প্রকাশ করে। এর ঠিক এক দিন আগে রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন কংগ্রেস প্রায় সর্বসম্মতভাবে বিচার বিভাগের অ্যাপস্টেইন-সম্পর্কিত ফাইল প্রকাশের জন্য ভোট দেয়। এর আগে গত রোববার প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক মাস ধরে এর বিরোধিতা করার পর অবশেষে নিজের অবস্থান পাল্টান। তিনি বলেন, ‘হাউস রিপাবলিকানদের এই বিলের পক্ষে ভোট দেওয়া উচিত; কারণ, আমাদের লুকানোর কিছু নেই।’

ট্রাম্প সম্প্রতি বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন, যেন তারা অ্যাপস্টেইনের সঙ্গে তাঁর এবং অন্যান্য ডেমোক্র্যাটের সম্পর্ক নিয়ে তদন্ত করে। এর মাধ্যমে তিনি কুখ্যাত এই যৌন অপরাধীর সঙ্গে তাঁর নিজের সম্পর্ক থেকে মনোযোগ সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। ট্রাম্প দাবি করেছেন, অ্যাপস্টেইনের অপরাধের সঙ্গে তাঁর কোনো সংযোগ ছিল না।

অ্যাপস্টেইন কেলেঙ্কারি কয়েক মাস ধরে ট্রাম্পের জন্য একটি রাজনৈতিক কাঁটা হয়ে আছে। এর কারণ হলো, তিনি তাঁর সমর্থকদের কাছে অ্যাপস্টেইন সম্পর্কে ষড়যন্ত্রতত্ত্ব প্রচার করেছিলেন। রয়টার্স-ইপসোস জরিপে চলতি সপ্তাহে তাঁর জনপ্রিয়তা কমে যাওয়ার অন্যতম কারণ এটি বলে উল্লেখ করা হয়েছে।

অনেকে মনে করেন, ট্রাম্প প্রশাসন কিছু বিখ্যাত ব্যক্তির সঙ্গে অ্যাপস্টেইনের যোগাযোগ থাকার তথ্য গোপন করেছে। এ ছাড়া ২০১৯ সালে ম্যানহাটান জেলে অ্যাপস্টেইনের মৃত্যু আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ডেমোক্র্যাট নেতা ল্যারি সামার্স সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অর্থমন্ত্রী এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় অর্থনৈতিক কাউন্সিল পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চ্যাটজিপিটির সিইও স্যাম অল্টম্যানকে সংক্ষিপ্ত সময়ের জন্য অপসারণের পর ২০২৩ সালের শেষ থেকে তিনি ওপেনএআই বোর্ডে দায়িত্ব পালন করছিলেন।

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম

আমার মাথায় সমস্যা নেই, বিশ্বাস না হলে এমআরআই রিপোর্ট দেখাব—সাংবাদিকদের ট্রাম্প

ভেনেজুয়েলা ইস্যুতে হোয়াইট হাউসে জরুরি বৈঠক ডেকেছেন ট্রাম্প