হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ফিলিস্তিনি পরিচয় পেয়ে শিশুকে ডুবিয়ে হত্যাচেষ্টা মার্কিন নারীর

একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স পুলে ৩ বছর বয়সী একটি কন্যা শিশুকে ডুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক নারীর বিরুদ্ধে। মায়ের ফিলিস্তিনি পরিচয় জানার পর শিশুটিকে পানিতে চুবিয়ে মারার চেষ্টা চালান ওই নারী। 

এ বিষয়ে সিএনএন জানিয়েছে, ৪২ বছর বয়সী অভিযুক্ত নারীর নাম এলিজাবেথ উলফ। টেক্সাসের পুলিশ তাঁকে শিশু হত্যার চেষ্টা এবং আঘাতের দায়ে অভিযুক্ত করেছে। গত ১৯ মে সংঘটিত ওই ঘটনায় গত শুক্রবার একটি ঘৃণাত্মক অপরাধের (হেট ক্রাইম) তদন্ত দাবি করেছে আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) টেক্সাস শাখা। 

এক বিবৃতিতে সংস্থাটি উল্লেখ করেছে, ঘটনার দিন শিশুটির মা একটি হিজাব পরিধান করে বাচ্চাদের নিয়ে পুলে অবস্থান করছিলেন। এ সময় তাঁকে ধর্ম ও জাতীয়তা নিয়ে প্রশ্ন শুরু করেন মার্কিন শ্বেতাঙ্গ নারী উলফ। পরিচয় পেয়েই পুলে থাকা মুসলিম নারীর দুই সন্তানের ওপর চড়াও হন তিনি। 

তবে ওই ঘটনার দিন উলফকে আটক করা হলেও পরদিনই তিনি জামিনের বন্ডে জেল থেকে মুক্তি পেয়েছিলেন। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সিএআইআরকে ফিলিস্তিনি ওই মা বলেছিলেন, ‘আমরা আমেরিকার নাগরিক হলেও মূলত ফিলিস্তিনের। আমি জানি না, বাচ্চাদের নিয়ে নিরাপদে থাকার জন্য কোথায় যেতে হবে। আমার দেশ একটি যুদ্ধের সম্মুখীন এবং আমরা এখানে সেই ঘৃণার মুখোমুখি হচ্ছি।’ 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছিল, ঘটনার সময় উলফ অত্যন্ত নেশাগ্রস্ত ছিলেন। ঘটনার পর তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। তবে সেই সময় তাঁকে প্রকাশ্যে মাদক গ্রহণের অভিযোগে আটক করা হয়েছিল। 

আক্রান্ত শিশুটির মা পুলিশকে তখন জানিয়েছিলেন, ফিলিস্তিনি পরিচয় পেয়ে প্রথমে তাঁর ৬ বছর বয়সী ছেলেকে ধরার চেষ্টা করের উলফ। তবে ছেলেটি উলফের কাছ থেকে নিরাপদ দূরত্বে সরে আসলেও তার হাতে আঁচড় লাগে। এ সময় ছেলেটি ছিটকে যাওয়ার পর তিন বছরের মেয়েটির দিকে চড়াও হন উলফ। মেয়েটিকে তিনি পানির নিচে চেপে ধরেছিলেন। 

সিএআইআর-এর বিবৃতিতে বলা হয়েছে—ঘটনার পর আক্রান্ত মেয়েটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। দরজার আওয়াজ পেলেই সে লুকিয়ে পড়ে, আর ভাবে ওই নারী এসে তাকে আবারও পানিতে ডুবিয়ে দেবেন।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও