হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছ। স্থানীয় সময় রোববার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুসারে নিহত ৩ জন হলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী। অন্য শিক্ষার্থীরা হামলার সন্দেহভাজন হিসেবে বিশ্ববিদ্যালয়টিরই এক শিক্ষার্থীকেই ধারণা করছেন। ওই শিক্ষার্থী হলেন—ক্রিস্টোফার ডারনেল জোনস জুনিয়র। তবে নিহতদের বিষয়ে এখনো কোনো তথ্য দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টির সব ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। 

ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জেমস ই রায়ান স্থানীয় সময় আজ রোববার সকাল ৪টায় লিখিত এক চিঠিতে বলেছেন, ‘এই লেখার সময়, আমি খুবই ব্যথিত। গোলগুলির ফলে অন্তত ৩ জন মানুষের প্রাণহানি হয়েছে। আরও ২ জন আহত হয়েছেন। যাদের এখন চিকিৎসা দেওয়া হচ্ছে।’ তিনি আরও লিখেছেন, ‘আমরা নিহতদের পরিবারের সঙ্গে আছি এবং এই বিষয়ে বিস্তারিত জানানো হবে খুব শিগগির।’ 

ভার্জিনিয়া ইউনিভার্সিটি অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফিস জানিয়েছে, রাত সাড়ে ১০টার দিকে কুলব্রেথ রোডের গ্যারেজে বন্দুকযুদ্ধের খবর পাওয়া যায়। বিশ্ববিদ্যালয় পুলিশ একটি টুইটে বলেছে, তাঁরা জোনসের সঙ্গে গোলগুলির কোনো সম্পর্ক রয়েছে কি না বিষয়টি খতিয়ে দেখছে। ২০১৮ সালে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া তথ্যানুসারে জোনসের বয়স ২২ এবং সে একজন ফুটবল খেলোয়াড়। 

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের