হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে বাংলাদেশিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে ৩৬ বছর বয়সি এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে। মোদাচ্ছের খন্দকার নামে ওই ব্যক্তিকে তাঁর বাড়ির বাইরে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ। 

ব্রুকলিনের পুলিশ জানিয়েছে, পুলিশ বুধবার স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটে ব্রুকলিনের সাইপ্রেস হিলে গোলাগুলির খবর পান। খবর পেয়ে তাঁরা সেখানে পৌঁছালে একজনকে ফুটপাতে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পায়। তার মাথায় গুলি করা হয়েছিল। 

পরে পুলিশ তাঁকে জ্যামাইকা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর বিষয়ে বিস্তারিত জানা যায়নি। 

মোদাচ্ছেরের হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় সেখানকার স্থানীয় আরেক বাংলাদেশি খায়রুল ইসলাম খোকন সিবিএস নিউজকে বলেন, ‘শহরে সহিংসতা বন্ধ করতে আরও কার্যকরী পদক্ষেপ দরকার।’ 

তিনি আরও বলেন, ‘নিউইয়র্ক শহরের চারপাশে প্রচুর সহিংসতা ঘটে। এটি দ্রুত বন্ধ হওয়া দরকার। অবিলম্বে এই বন্দুক সহিংসতা বন্ধ করতে হবে। এরই মধ্যে আমরা অনেক বেশি প্রাণ হারিয়েছি। এমনকি গত এক মাসের মধ্যে সাতজন পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন।’ 

এদিকে, এই হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তকারীরা বলেছেন, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। 

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা