হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পের বিরুদ্ধে মামলার চূড়ান্ত অভিযোগপত্র জর্জিয়ার আদালতে

নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। স্থানীয় সময় গতকাল সোমবার সেই মামলার তদন্ত প্রতিবেদন এবং চূড়ান্ত অভিযোগনামা আদালতে জমা দিয়েছে তদন্তকারী দল। তবে অভিযোগনামায় ট্রাম্পের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে তা এখনো জানা যায়নি। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল—তিনি জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন। এ লক্ষ্যে তিনি জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্জারকে ফোন করেছিলেন।

জর্জিয়ার ফুলটন কাউন্টির তদন্ত কর্মকর্তারা সোমবার কাউন্টি আদালতের বিচারক রবার্ট ম্যাকবার্নির কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মোট ১০টি অভিযোগ আনা হয়েছে তবে অভিযোগগুলো কী কী এবং কে বা কারা এতে অভিযুক্ত হয়েছেন তা জানা যায়নি। 

ফুলটন কাউন্টির অ্যাটর্নি ফ্যানি উইলিস এই মামলাটি দায়ের করেন। এর আগে অভিযোগপত্রের বিষয়ে আদালতের কেরানি চে আলেক্সান্ডার সাংবাদিকদের জানিয়েছিলেন, অভিযোগপত্রটি পুরোপুরি প্রক্রিয়াজাত করতে ৩ ঘণ্টার মতো সময় লাগবে। তারপর আদালত জানাবেন এই মামলার বিষয়ে করণীয় কী।

উল্লেখ্য, ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে বাইডেনের কাছে মাত্র ১১ হাজার ৭৭৯ ভোটে হেরে যান। পরে ২০২১ সালের ২ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনস্পার্জারকে ফোন করে নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অনুরোধ করেন। ট্রাম্প রাফেনস্পার্জারকে বলেন, তাঁর জয়ের জন্য আরও ভোটের ‘ব্যবস্থা’ করতে। অবশ্য রাফেনস্পার্জার ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন।

এই ঘটনার চার দিন পর অর্থাৎ ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকেরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল তথা পার্লামেন্ট ভবনে হামলা চালায় এবং বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা না দিতে দেশটির আইনপ্রণেতাদের বাধা দেওয়ার চেষ্টা করে।

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র