হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হোয়াইট হাউসের গেটে ধাক্কা, গাড়িচালক গ্রেপ্তার 

মার্কিন প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের গেটে ধাক্কা দেওয়ায় এক গাড়িচালককে গ্রেপ্তার করেছেন দেশটির নিরাপত্তাবাহিনীর কর্মকর্তারা। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা ৬টার একটু আগে হোয়াইট হাউসের সীমানাপ্রাচীরের একটি গেটে ধাক্কা দেয় একটি গাড়ি। ঘটনার পরপরই চালককে গ্রেপ্তার করা হয়। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুইলিয়েলমি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেছেন, ‘গাড়িটি হোয়াইট হাউসের প্রাচীরের একটি গেটের সঙ্গে ধাক্কা খায়।’ দুর্ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটন ডিসি থেকে ছিলেন না। তিনি ঘটনার সময় সাউথ ক্যারোলিনা থেকে টেক্সাসে যাচ্ছিলেন। 

মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে, এই সংঘর্ষের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় গাড়িচালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সংঘর্ষের বিষয়টি তদন্ত করা হচ্ছে। গাড়িচালকের নাম এখনো প্রকাশ করা হয়নি এবং তাঁর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়েছে কি না, জানা যায়নি।

হোয়াইট হাউসের পূর্ব দিকের একটি গেটে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুইলিয়ানি জানিয়েছেন, এই সংঘর্ষের ঘটনা দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত, তা এখনো পরিষ্কার নয়।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও