হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাক চালকদের বোতলে প্রস্রাব করানোর কথা স্বীকার করলো অ্যামাজন

কিছু ট্রাক চালককে প্লাস্টিকের বোতলে প্রস্রাব করতে বাধ্য করার কথা স্বীকার করে নিয়েছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। এ নিয়ে একজন মার্কিন আইনপ্রণেতার কাছে ক্ষমাও চেয়েছে কোম্পানিটি।

এর আগে যুক্তরাষ্ট্রের অ্যালাবামার আইনপ্রণেতা মার্ক পোকান অভিযোগ করেন, ঘণ্টায় ১৫ ডলার মজুরি দিয়ে প্লাস্টিকের বোতলে কর্মীদের প্রস্রাব করতে বাধ্য করছে আমাজন। তখন অ্যামাজনের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।

তবে মার্কিন স্থানীয় সময় শুক্রবার রাতে এ নিয়ে ক্ষমা প্রার্থনা করে একটি টুইট বার্তায় অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়, আমরা প্রতিনিধি পোকনের কাছে ক্ষমা চাই।

টুইট বার্তায় অ্যামাজনের পক্ষ থেকে আরও বলা হয়, আমরা জানতাম চালকদের শৌচাগার খুঁজে পেতে সমস্যা হয়। কারণ কখনো গ্রামের দিকে যেতে হয়, আবার যানজট থাকে। করোনার সময় অনেক গণশৌচাগার বন্ধ।

তবে অ্যামাজনের ক্ষমা প্রকাশে সন্তুষ্ট হতে পারেননি পোকান। শনিবার একটি টুইটে তিনি বলেন, এটা আপনাদের কর্মীদের ব্যাপার। কেন আপনারা যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা দিচ্ছেন না। কোনও রকম বাধা ছাড়াই তাদেরকে ইউনিয়ন করতে দিন।

ইউরোপে অ্যামাজনের কর্মীদের ইউনিয়ন থাকলেও যুক্তরাষ্ট্রে নেই। ইউনিয়ন গঠনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অ্যালাবামার বেসেমেরে ভোট দিয়েছেন অ্যামাজনের কর্মীরা। তবে ওই ভোটের ফল এখনও প্রকাশ করা হয়নি।

সূত্র: এএফপি

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র