হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইসরায়েলকে অবশ্যই দ্রুত গাজা যুদ্ধ বন্ধ করতে হবে: ট্রাম্প 

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও এবারের নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলকে গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধকে শিগগির শেষ করতে হবে। কারণ, এ ধরনে যুদ্ধ জনমনে ইহুদিবাদী রাষ্ট্রটির জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই আহ্বান জানান। 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যুদ্ধ দ্রুত শেষ হওয়া উচিত কারণ এ সংক্রান্ত প্রচারণার কারণে তারা (ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল) ধ্বংস হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন, ইসরায়েল জনসংযোগে খুব একটা ভালো নয়।’ ট্রাম্প এমন এক সময়ে এই মন্তব্য করলেন যার মাত্র একদিন পরই ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক আছে। 

ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র। এর আগে, ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তিনি নিজেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ইসরায়েল ঘেঁষা প্রেসিডেন্ট হিসেবে আখ্যা দিয়েছিলেন। তিনি নেতানিয়াহুর অনুরোধেই ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়িয়েছিলেন। 

এ ছাড়া, ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে ইসরায়েলে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে পূর্ব জেরুসালেমে স্থানান্তরিত করেছিলেন এবং আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্য আব্রাহাম অ্যাকর্ডের অবতারণা করেছিলেন। এই অ্যাকর্ডের আওতায় এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন ও সুদানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হয়েছে। 
 
এদিকে, গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ করতে ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়ে আসছেন। চলতি বছরের মার্চে ইসরায়েলি সংবাদমাধ্যম ইসরায়েল হায়োমকে তিনি বলেছিলেন, ‘আপনাকে (নেতানিয়াহু) দ্রুতই এই যুদ্ধ শেষ করতে হবে। আপনাকে নিশ্চয় এটি করতে হবে এবং আমি নিশ্চিত আপনি এটি করবেন।’ 

সে সময় ডোনাল্ড ট্রাম্প আরও বলেছিলেন, ‘গাজায় বেসামরিক লোকদের বাড়িঘর বিধ্বস্ত হওয়ার বিষয়টি বিশ্বের জন্যই একই খারাপ নজির।’ তিনি বলেন, ‘বিশ্ববাসী প্রতিদিন এমন চিত্র দেখছে। আমি দেখতে পাচ্ছি, লোকজনের ওপর ভবনের ধ্বংসাবশেষ ধসে পড়ছে।’

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প