হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টিকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন তাঁদের কর্মীদের টিকা না নিলে চাকরি হারানোর আল্টিমেটাম দেন। জো বাইডেন বলেছেন, শিগগিরই এমন আদেশ জারি করা হবে যে আদেশের ফলে স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মীরা টিকা নিতে বাধ্য হবেন। এমনকি শিক্ষকদেরও টিকা নিতে আদেশ দেওয়া হবে। 

টিকা নেওয়া বাধ্যতামূলক করার নীতি থেকে সরে আসতে নিউ হ্যাম্পশায়ারে বিক্ষোভ করেছেন মার্কিনিরা। সেই বিক্ষোভে হাসপাতালের কর্মীদের উপস্থিতিও দেখা গেছে। 

বিক্ষোভে অংশ নেওয়া স্বাস্থ্যকর্মী লিয়া কুশম্যান বলেন, 'টিকা না নেওয়ার জন্য যদি চাকরি হারাতে হয় তবুও আমি প্রস্তুত আছি।' 

লিয়া কুশম্যান বলেন, 'আমি আমার ধর্মীয় বিশ্বাসের কারণে টিকা নিতে চাচ্ছি না। আমি বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা আমাকে যে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছেন সেটিই আমাকে রক্ষা করবে। এরপরেও যদি আমি অসুস্থ হয়ে পড়ি তবে সেটি আমার সৃষ্টিকর্তার পক্ষ থেকেই। যা আমার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে আমি এমন ওষুধ গ্রহণ করবো না।' তিনি দাবি করেন, তাঁর এই ধর্মীয় বিশ্বাসের সঙ্গে তাঁর কর্মক্ষেত্রের দায়িত্ববোধের কোনো বিরোধ নেই। 

লিয়া কুশম্যান আরও বলেন, 'বাইডেন প্রশাসন আমাদের সার্বভৌম অধিকার ক্ষুণ্ন করছে।' 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোগীদের নিরাপদে রাখার স্বার্থে এরই মধ্যে বেশ কয়েকটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে এই নীতি গ্রহণের ফলে করোনার ডেলটা ধরনে যখন যুক্তরাষ্ট্র ধুঁকছে ঠিক সেই মুহূর্তে অনেক স্বাস্থ্যকর্মীকে হারাতে হয়েছে। 

যুক্তরাষ্ট্রের আপার কানেকটিকাট ভ্যালি হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট কলবি বলেছেন, 'টিকা নিয়ে যে আদেশ দেওয়া হয়েছে সেটি যুক্তিযুক্ত। কেননা যেসব স্বাস্থ্যকর্মীরা টিকা নেননি তাঁদের মধ্য থেকেই বেশির ভাগ করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছেন।'  

 

   

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা