হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নারীর সঙ্গে কথোপকথনের অডিও ফাঁস, পেরুর প্রধানমন্ত্রীর পদত্যাগ

ক্ষমতার অপব্যবহারের অভিযোগে পদত্যাগ করেছেন পেরুর প্রধানমন্ত্রী আলবার্তো ওটারোলা। তাঁর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে এক নারীকে লাভজনক সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

গত সপ্তাহে পেরুর এক টিভি চ্যানেল দুজনের কথোপকথনের অডিও ক্লিপ প্রচার করার পর এ ঘটনা প্রকাশ্যে আসে। ৫৭ বছর বয়সী ওটারোলা অবশ্য কোনো অন্যায় করার কথা অস্বীকার করেছেন। অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক তদন্তও শুরু হয়েছে।

বিবিসিতে সম্প্রচারিত প্যানোরামা প্রোগ্রাম বলছে, ওটারোলা যে নারীর সঙ্গে কথা বলছেন, তিনি ২৫ বছর বয়সী ইয়াজিরে পিনেডো। এ প্রোগ্রামটিতেই প্রথম তাঁদের কথোপকথনের অডিও ক্লিপ প্রকাশ হয়।

পিনেডোকে ২০২৩ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করার জন্য দুটি চুক্তি দেওয়া হয়। এ চুক্তি থেকে তাঁর মোট ১৪ হাজার ডলার উপার্জন হয় বলে জানা গেছে।

ওটারোলা ২০২২ সালের শেষ পর্যন্ত পেরুর প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে দায়িত্ব গ্রহণ করার পর তাঁকে পদোন্নতি দেওয়া হয়।

অডিও ক্লিপে ওটারোলাকে ওই নারীর প্রতি তাঁর ভালোবাসার কথা বলতে শোনা যায় এবং পিনেডোকে সিভি পাঠাতে বলতে শোনা যায়। এ ক্লিপ ফাঁস হওয়ার আগে অবশ্য ওটারোলা সম্পূর্ণ বিপরীত এক বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, একবার কেবল এক বৈঠকে পিনেডোর সঙ্গে তাঁর দেখা হয়েছিল।

গতকাল মঙ্গলবার পেরুর সম্প্রচারমাধ্যম ক্যানাল এনকে পিনেডো বলেন, এর আগে কিছুদিন তাঁর ওটারোলার সঙ্গে সম্পর্ক ছিল। তাঁরা দুজনই বলছেন, ফাঁস হওয়া এই অডিও ক্লিপ ২০২১ সালের অর্থাৎ ওটারোলা মন্ত্রী হওয়ার আগের আলাপের অংশ।

প্রেসিডেন্ট বলুয়ার্তে তাঁকে শিগগিরই কানাডায় সরকারি সফর থেকে ফিরে আসতে নির্দেশ দেন। এরপরই পদত্যাগ করেন ওটারোলা।

পদত্যাগের ভাষণে ওটারোলা বলেন, ‘যারা সব সময় আমাকে সরকার থেকে সরাতে চেয়েছেন... তারা আমার ভাবমূর্তি নষ্ট করার হীন উদ্দেশ্য নিয়ে একটি অডিও সম্পাদনা করতেও দ্বিধা করেনি।’ তিনি সাবেক প্রধানমন্ত্রী মার্টিন ভিজকারার বিরুদ্ধে তাঁর ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করার অভিযোগ তোলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিজকারা বলেন, তিনি বিভ্রান্তিকর অভিযোগগুলো জোরালোভাবে প্রত্যাখ্যান করছেন।

পেরুর আইন অনুসারে, ওটারোলার সঙ্গে মন্ত্রিপরিষদের ১৮ জন সদস্যকেই তাঁদের পদত্যাগ করতে হবে। তবে প্রেসিডেন্ট চাইলে তাঁদের আবার বেছে নিতে পারবেন।

ব্রাউন বিশ্ববিদ্যালয়ে বেঁচে ফেরা ২ শিক্ষার্থী বেঁচেছিলেন স্কুল জীবনেও

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র