হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

৫ মাস পর যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে ফ্লাইট চালু 

হামাসের হামলায় বন্ধ হওয়ার পাঁচ মাস পর আবারও যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলে ফ্লাইট চালু হয়েছে। বেসরকারি কোম্পানি ইউনাইটেড এয়ারলাইনস প্রথম তেল আবিবে উড়োজাহাজ চালানো শুরু করেছে।

নিউ্রইয়র্ক বিমানবন্দর থেকে ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিলেও অন্যান্য মার্কিন বিমানবন্দরের বিষয়ে ইউনাইটেড এয়ারলাইনস নিশ্চিত কোনো তথ্য দেয়নি বলে টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে। 

গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর অঞ্চলটিতে সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমান পরিবহন সংস্থা— ইউনাইটেড, আমেরিকান ও ডেলটা ইসরায়েলে ফ্লাইট বন্ধ রেখেছিল।

এরপর গত ২ ও ৪ মার্চ নিউইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে জার্মানির মিউনিখ হয়ে কয়েকটি ফ্লাইট ছাড়া হয়। ৬ মার্চ থেকে নিয়মিত ফ্লাইট ছাড়া হবে। ১০ ঘণ্টার এ ট্রিপের জন্য নিউইয়র্ক শহর থেকে আন্তর্জাতিক সময় ৩টা ৫৫ মিনিটে ফ্লাইট ছাড়া হবে এবং ৯টা ২০ মিনিটে তা তেল আবিবে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। 

আগামী ৭ মার্চের ফিরতি ফ্লাইটটি তেল আবিবের বেন গুরিওন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (টিএলভি) থেকে আন্তর্জাতিক সময় ১১টা ৩০ মিনিটে ছাড়া হবে এবং তা ৪টা ৪০ মিনিটে নিউইয়র্ক পৌঁছাবে। 

প্রতিবেদনে বলা হয়, আগামী মে মাস নাগাদ নিউইয়র্ক থেকে আরেকটি সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ইউনাইটেড এয়ারলাইনস। কোনো সময়সূচি নির্ধারিত করার আগে এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংস্থাটি। এ অঞ্চলে সংঘর্ষ শুরুর আগে নিউইয়র্ক, সানফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি ও শিকাগো থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করত ইউনাইটেড এয়ারলাইনস। 

এ বছরের শেষের দিক থেকে ফ্লাইট পরিচালনা আবার শুরু করতে পারে ডেলটা ও আমেরিকান এয়ারলাইনস। চলতি বছরের এপ্রিলের আগে ফ্লাইট শুরু করার কোনো পরিকল্পনা নেই ডেলটার। এদিকে অন্তত আগামী অক্টোবর পর্যন্ত সেবা বন্ধ রাখতে চায় আমেরিকান এয়ারলাইনস।

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের