হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সান ফ্রান্সিসকোর রাস্তায় পাওয়া গেল টেক বিলিয়নিয়ারের নিখোঁজ কন্যাকে

নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর প্রযুক্তি সংস্থা স্ল্যাক-এর সাবেক সিইও স্টুয়ার্ট বাটারফিল্ডের কিশোরী কন্যাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ রোববার পরিবারের কাছ থেকে এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে ডেইলি বিস্ট।

ধারণা করা হচ্ছে, সানফ্রান্সিসকোর মেরিন কাউন্টিতে অবস্থিত নিজ বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল ১৬ বছর বয়সী কিশোরী মিন্ট। এক সপ্তাহ পর শনিবার সন্ধ্যায় সান ফ্রান্সিসকো শহরের রাস্তায় তাঁকে খুঁজে পাওয়া যায়। মিন্টের বাবা, মা ও সৎবাবা তাঁকে খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে রোববার পরিবারের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের হৃদয় আজ সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগের কঠোর পরিশ্রমী কর্মীদের প্রতি কৃতজ্ঞ, যারা রাস্তা থেকে আমাদের শিশু মিন্টকে নিরাপদে উদ্ধার করেছে। মেরিন কাউন্টি শেরিফের অফিসকেও বিশেষ ধন্যবাদ, যারা বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছে। সমস্ত পরিবার, বন্ধুবান্ধব, স্বেচ্ছাসেবক এবং অপরিচিত ব্যক্তিদের আন্তরিক ধন্যবাদ, যারা টিপস দিয়েছিলে এবং এই পুনরুদ্ধারকে সম্ভব করেছে।

ডেইলি বিস্ট জানায়, মিন্টকে শেষবার দেখা গিয়েছিল ২১ এপ্রিল ক্যালিফোর্নিয়ার বলিনাসে। মেরিন কাউন্টি শেরিফের অফিস বলেছিল, তাঁর নিখোঁজের সঙ্গে কোনো নোংরা খেলা জড়িত, এমন ভাবার কোনো কারণ নেই।

এর আগে কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা মিন্টের মা ক্যাটেরিনা ফেকের (ফ্লিকারের সহপ্রতিষ্ঠাতা) সঙ্গে কাজ করছে এবং চেষ্টা করছে যেন ডিজিটাল ডিভাইসগুলোর নিয়ন্ত্রণ নিয়ে মিন্টের অবস্থান জানা যায়।

কন্যাকে উদ্ধারের পর কিশোর-কিশোরীদের মাদকের প্রলোভন দেখানো বিভিন্ন চক্রের হুমকি সম্পর্কে অবগত থাকায় আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছে মিন্টের পরিবার। বিবৃতিতে তারা যোগ করেছে, গত সাত দিন ভয়ংকর ছিল এবং আমরা দুঃখভারাক্রান্ত হয়ে জেনেছি যে এই শহরে প্রতি সাড়ে চার মিনিটে একজন মাদকের ওভারডোজে মারা যায়।

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে