তালেবানের বিরুদ্ধে ২০ বছর যুদ্ধের পর আফগানিস্তান থেকে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রের চলে যাওয়া বিষয়ে মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সর্বশেষ সামরিক বিমান কাবুল বিমানবন্দর ছেড়েছে পেন্টাগন এমন ঘোষণা দেওয়ার স্বল্প সময় পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘আজ বিকেলে আমি আফগানিস্তানে আমাদের উপস্থিতি ৩১ আগস্ট থেকে না বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে আমেরিকান জনগণের উদ্দেশে ভাষণ দেব।’
এদিকে হোয়াইট হাউস জানায়, বেলা দেড়টায় (গ্রিনিচ মান সময় ১৭৩০ টা) প্রেসিডেন্ট বাইডেন জাতির উদ্দেশে ভাষণ দেবেন।