হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মদ্যপায়ীদের ছাড়িয়ে গেলেন গাঁজাসেবীরা

একটি সমীক্ষায় দেখা গেছে, যেসব আমেরিকান প্রায় প্রতিদিনই গাঁজা সেবন করেন তাদের সংখ্যা এখন মদ্যপায়ীদের ছাড়িয়ে গেছে। একটি গবেষণার বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি। 

সম্প্রতি অ্যাডিকশন জার্নালে প্রকাশিত ওই গবেষণাটি গত চার দশক ধরে ওষুধের ব্যবহার ও স্বাস্থ্য সংক্রান্ত জাতীয় জরিপের দ্বারা সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়। 

সমীক্ষার সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২২ সালে আমেরিকায় দৈনিক গাঁজা সেবনকারী আনুমানিক সংখ্যা রেকর্ড করা হয়েছে ১ কোটি ৭৭ লাখ। অন্যদিকে, দৈনিক মদ্যপান করেন এমন আমেরিকানের সংখ্যা অনুমান করা হয়েছে ১ কোটি ৪৭ লাখ। এ হিসেবে ২০২২ সালেই প্রথমবারের মতো আমেরিকার গাঁজা সেবনকারীদের সংখ্যা মদ্যপায়ীদের ছাড়িয়ে গেছে। তবে এই দুটি পদার্থের মধ্যে অ্যালকোহল এখনো ব্যাপকভাবে ব্যবহৃত পদার্থ হিসেবে রয়ে গেছে। 

সমীক্ষার তথ্য বলছে, ১৯৯২ সালের তুলনায় ২০২২ সালে যুক্তরাষ্ট্রে দৈনিক বা প্রায় দৈনিক গাঁজা সেবনের রিপোর্ট করা মানুষের সংখ্যা ১৫ গুণ বেড়েছে। ১৯৯২ সালে দেশটির ১০ লাখেরও কম মানুষ জানিয়েছিলেন যে, তাঁরা গাঁজা সেবন করেন। ১৯৭৯ সালে সমীক্ষাটি শুরু হওয়ার পর এটাই ছিল সবচেয়ে কম গাঁজা সেবনকারীর বছর। 

তবে গবেষণায় এটাও স্বীকার করা হয়েছে—দেশে জনমত এবং আইন পরিবর্তনের ফলে মদ্যপান কিংবা গাঁজা সেবনের মতো অভ্যাসগুলো নিয়ে আরও বেশি সংখ্যক মানুষ তথ্য দিতে ইচ্ছুক হয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের ২৪টি অঙ্গরাজ্য এবং কলাম্বিয়া জেলায় বিনোদনের জন্য গাঁজা ব্যবহারের অনুমোদন রয়েছে। আর এর ঔষধি ব্যবহারকে বৈধ করেছে ৩৮টি অঙ্গরাজ্য। তবে দেশটির সরকার এখন পর্যন্ত কেন্দ্রীয় পর্যায়ে মাদককে বৈধ করার আহ্বানকে প্রতিহত করেছে। 

অর্ধশতাব্দীরও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উল্লেখযোগ্য মাদক সংস্কারে দেশটির বিচার বিভাগ এই মাসের শুরুতেই হেরোইনের সমতুল্য একটি নিষিদ্ধ বস্তুর তালিকা থেকে গাঁজাকে সরিয়ে অপেক্ষাকৃত নমনীয় আরেকটি তালিকায় শ্রেণিভুক্ত করেছে। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘অনেক জীবন বিপর্যস্ত হয়ে গেছে গাঁজা সম্পর্কে আমাদের ভুল পদ্ধতির কারণে।’ 

গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অন্যান্য মাদক সেবনের ‘দরজা’ হিসেবে গাঁজাকে বিবেচনা করার ধারণাগুলো এখন আর টিকছে না। দেশটির বেশির ভাগ গাঁজা সেবনকারীই এর চেয়ে কঠিন মাদকের দিকে ঝুঁকে পড়েন না। 

এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অন ড্রাগ অ্যাবিউজের শেয়ার করা গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে, বেশি মাত্রায় গাঁজার ব্যবহার আসক্তির দিকে পরিচালিত করতে পারে।

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা