হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আবারও করোনাক্রান্ত জিল বাইডেন, করোনামুক্ত মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ও ফার্স্ট লেডি জিল বাইডেন আবারও করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষার ফল নেভেটিভ এসেছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হোয়াইট হাউসের মেডিকেল ইউনিট জানিয়েছে, স্থানীয় সময় বুধবার জিল বাইডেনের করোনা ভাইরাসের অ্যান্টিজেন পরীক্ষার ফল পজিটিভ পাওয়া গেছে। তবে তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ নেই। এর আগের দিনের পরীক্ষায় তাঁর ফল নেগেটিভ এসেছিল।

জিল বাইডেনের উপযোগাযোগ পরিচালক কেলসি ডনোহু এক বিবৃতিতে বলেছেন, ফার্স্ট লেডি করোনায়  আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ অনুভব করেননি। তবে পরীক্ষার ফল যেহেতু পজিটিভ এসেছে, তিনি ডেলাওয়্যারে আইসোলেশনে থাকবেন।

৭১ বছর বয়সী জিল বাইডেন গত ১৬ আগস্ট প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারপর তিনি চিকিৎসকের পরামর্শে প্যাক্সলোভিড ওষুধের কোর্স সম্পন্ন করেছেন এবং ২১ আগস্ট পর্যন্ত আইসোলেশনে ছিলেন। এরপর বুধবার তাঁর করোনা পরীক্ষার ফল আবারও পজিটিভ এল।

তবে ওই একই দিনে অ্যান্টিজেন পরীক্ষায় প্রেসিডেন্ট জো বাইডেনের ফল নেগেটিভ এসেছে বলে হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন।

হোয়াইট হাউসের কর্মকর্তারা আরও বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন আগামী ১০ দিন নিজ বাড়িতে থাকার সময় মাস্ক পরে থাকবেন। চিকিৎসকেরা নিয়মিত তাঁকে পর্যবেক্ষণ করবেন পরীক্ষা অব্যাহত রাখবেন। 

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ