হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

৫০০ বিলিয়ন ডলারের প্রকল্প ঘোষণা ট্রাম্পের, মাস্ক বললেন—ডলার নাই

ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। ছবি: সিএনএন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে একটি বিশাল এআই অবকাঠামো বিনিয়োগের ঘোষণা দেওয়ার পরপরই এটির কড়া সমালোচনা করেছেন ইলন মাস্ক।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লিখেছেন, ‘তাদের আসলে এত অর্থ নেই। সফট ব্যাংকের কাছে ১০ বিলিয়ন ডলারেরও কম অর্থ রয়েছে। আমি এটি নির্ভরযোগ্য সূত্রে জেনেছি।’

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, নতুন প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো উন্নত করার জন্য ‘স্টারগেট’ নামে একটি নতুন কোম্পানি গঠিত হবে। সফট ব্যাংক, ওপেনএআই এবং ওরাকল-এর নেতারা ট্রাম্পের সঙ্গে এই ঘোষণায় অংশ নিয়েছিলেন।

প্রকল্পটি শুরুতে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে শুরু হবে এবং ভবিষ্যতে এটি ৫০০ বিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানো হবে বলে পরিকল্পনা রয়েছে।

তবে এই পরিকল্পনার তীব্র সমালোচনা করলেন ইলন মাস্ক। বুধবার সিএনএন জানিয়েছে, গুরুত্বপূর্ণ একটি হোয়াইট হাউস প্রকল্পের বিরুদ্ধে এটি মাস্কের সরাসরি সমালোচনা।

শুরুর দিনগুলোতে মাস্ক ট্রাম্পের নতুন প্রশাসনের ঘনিষ্ঠ অংশ হিসেবে কাজ করছেন। বলা যায়—মঙ্গলবার ট্রাম্প যখন সিল্করোড ডার্ক ওয়েব মার্কেটপ্লেসের প্রতিষ্ঠাতা রস উইলিয়াম উলব্রিক্টকে ক্ষমা করেন সেই সময়টিতে মাস্কও ওভাল অফিসে উপস্থিত ছিলেন।

মাস্ক জানান, ট্রাম্পের সাধারণ ক্ষমা ঘোষণার পর ক্যাপিটল হিল দাঙ্গায় দোষীদের মুক্তি নিশ্চিত করতে তিনি নিজের মালিকানাধীন স্পেসএক্স এবং এক্স-এর একজন শীর্ষ কর্মীকে নিয়োগ দিয়েছেন।

তবে এমন ঘনিষ্ঠতার পরও মাস্কের এই সমালোচনা মোটেও অপ্রত্যাশিত নয়। কারণ তিনি ওপেনএআই এবং এর সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছেন। মাস্ক অভিযোগ করেছেন, ওপেনএআই তাঁর আসল অলাভজনক মিশন থেকে সরে এসে তারা তাদের উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য সাবস্ক্রিপশনের পথ বেছে নিয়েছে।

এদিকে সিএনএন জানিয়েছে, বিনিয়োগের ঘোষণা দেওয়া হলেও স্টারগেট প্রকল্পে জড়িত কোম্পানিগুলো এখনো তাদের অর্থায়নের পদ্ধতি প্রকাশ করেনি। তবে তাদের কাছে তাৎক্ষণিকভাবে এত অর্থ না থাকলেও, ঋণ সংগ্রহ বা নতুন বিনিয়োগকারীদের যুক্ত করার মাধ্যমে এই প্রকল্প এগিয়ে নেওয়া সম্ভব হতে পারে।

সফট ব্যাংক এবং ওপেনএআই এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প