হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রুশ সীমান্তে ১২ হাজার মার্কিন সৈন্য মোতায়েন করা হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমরা লাটভিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া ও রোমানিয়ার মতো রুশ সীমান্ত বরাবর ১২ হাজার সৈন্য মোতায়েন করেছি। আমরা জোর দিয়ে বলতে চাই, ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যে যুদ্ধ করেছেন, তাতে তিনি জয়ী হবেন না। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল শুক্রবার হাউস ডেমোক্রেটিক ককাসের সদস্যদের উদ্দেশে বক্তৃতা দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। বাইডেন বলেছেন, ইউক্রেনে তৃতীয় বিশ্বযুদ্ধ করবে না যুক্তরাষ্ট্র। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা ন্যাটো অঞ্চলের প্রতি ইঞ্চি জায়গা রক্ষা করব। 

ইউক্রেনের জনগণের প্রশংসা করে বাইডেন বলেন, ‘তারা রুশ আক্রমণের মুখে অসাধারণ সাহসিকতার পরিচয় দিচ্ছে। যুক্তরাষ্ট্র তাদের যে নিরাপত্তা সহায়তা দিচ্ছে, সেটাও গুরুত্বপূর্ণ। আমরা ইউক্রেনকে সমর্থন করার পাশাপাশি ন্যাটো অঞ্চলকেও সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর। আর সেই উদ্দেশ্যেই আমরা ১২ হাজার সৈন্য রুশ সীমান্তে স্থানান্তর করেছি।’ 

এর আগে এক টুইটার পোস্টে বাইডেন বলেন, ‘পুতিন কখনো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হবেন না। পুতিন ভেবেছিলেন, তিনি কোনো লড়াই ছাড়াই ইউক্রেন দখল করতে পারবেন। তিনি আশা করেছিলেন যে ইউরোপীয় ঐক্যে ফাটল ধরাবেন, ন্যাটো জোটকে দুর্বল করবেন এবং যুক্তরাষ্ট্রকে দ্বিখণ্ডিত করবেন। কিন্তু তাঁর কোনো আশাই পূরণ হয়নি।’ 

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা