হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রামাস্বামীর নির্বাচনী প্রচারণায় সংগীত ব্যবহারে এমিনেমের আপত্তি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীকে নির্বাচনী প্রচারণায় নিজের সংগীত ব্যবহার না করতে বলেছে এমিনেম। সোমবার প্রকাশিত একটি চিঠিতে মার্কিন র‌্যাপারের এই প্রতিক্রিয়া জানায় বলে রয়টার্স এক প্রতিবেদনে বলেছে।  

এমিনেমের গানের স্বত্বাধিকারী বিএমআই ২৩ অগাস্ট প্রকাশিত চিঠিতে র‌্যাপারের অনুরোধের ভিত্তিতে রামস্বামীর প্রচারাভিযানের জন্য এমিনেমের সংগীত ব্যবহারের অনুমোদন দেবে না বলে জানিয়ে দেয়।

ডেইলি মেইলে প্রথম প্রকাশিত ওই চিঠিতে বলা হয়, এমিনেম নামে সংগীত জগতে পরিচিত মার্শাল বি. ম্যাথার্স স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বিএমআইকে বিবেক রামাস্বামীর প্রচারাভিযানের সংগীত ব্যবহারে আপত্তির কথা জানায়। ওই চিঠিতে বিএমআইয়ের সঙ্গে চুক্তি থেকে এমিনেমের সব সংগীত সরিয়ে দেওয়ার অনুরোধ জানায় এমিনেম।

রামাস্বামীর প্রচারণা শিবির সিএনএনকে বলেছে, তারা এমিনেমের আপত্তি মেনে র‍্যাপারের সংগীত আর ব্যবহার করবে না। 
ভারতীয় বংশোদ্ভূত রামাস্বামী একটি বায়োটেক কোম্পানির প্রধান নির্বাহী। প্রার্থিতার দৌড়ে নামার আগে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। কিন্তু সাম্প্রতিক জনমত জরিপে তাঁর সমর্থন বাড়ছে। 

৩৮ বছর বয়সী রামাস্বামী গত সপ্তাহে রিপাবলিকান প্রার্থীদের প্রাথমিক বিতর্কের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলোর কেন্দ্রে ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের কড়া সমর্থক রামাস্বামী তাঁর অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। ট্রাম্পের পর দ্বিতীয় অবস্থানে থাকা ফ্লোরিডার গভর্নর রন ডি-স্যান্টিসের জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে তাঁকে।

প্রাথমিক দৌড়ে অপ্রতিরোধ্য ট্রাম্প গত সপ্তাহে প্রথম বিতর্ক এড়িয়ে গেছেন। তবে পরে তিনি ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন।

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প