হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রামাস্বামীর নির্বাচনী প্রচারণায় সংগীত ব্যবহারে এমিনেমের আপত্তি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামীকে নির্বাচনী প্রচারণায় নিজের সংগীত ব্যবহার না করতে বলেছে এমিনেম। সোমবার প্রকাশিত একটি চিঠিতে মার্কিন র‌্যাপারের এই প্রতিক্রিয়া জানায় বলে রয়টার্স এক প্রতিবেদনে বলেছে।  

এমিনেমের গানের স্বত্বাধিকারী বিএমআই ২৩ অগাস্ট প্রকাশিত চিঠিতে র‌্যাপারের অনুরোধের ভিত্তিতে রামস্বামীর প্রচারাভিযানের জন্য এমিনেমের সংগীত ব্যবহারের অনুমোদন দেবে না বলে জানিয়ে দেয়।

ডেইলি মেইলে প্রথম প্রকাশিত ওই চিঠিতে বলা হয়, এমিনেম নামে সংগীত জগতে পরিচিত মার্শাল বি. ম্যাথার্স স্বত্বাধিকারী প্রতিষ্ঠান বিএমআইকে বিবেক রামাস্বামীর প্রচারাভিযানের সংগীত ব্যবহারে আপত্তির কথা জানায়। ওই চিঠিতে বিএমআইয়ের সঙ্গে চুক্তি থেকে এমিনেমের সব সংগীত সরিয়ে দেওয়ার অনুরোধ জানায় এমিনেম।

রামাস্বামীর প্রচারণা শিবির সিএনএনকে বলেছে, তারা এমিনেমের আপত্তি মেনে র‍্যাপারের সংগীত আর ব্যবহার করবে না। 
ভারতীয় বংশোদ্ভূত রামাস্বামী একটি বায়োটেক কোম্পানির প্রধান নির্বাহী। প্রার্থিতার দৌড়ে নামার আগে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। কিন্তু সাম্প্রতিক জনমত জরিপে তাঁর সমর্থন বাড়ছে। 

৩৮ বছর বয়সী রামাস্বামী গত সপ্তাহে রিপাবলিকান প্রার্থীদের প্রাথমিক বিতর্কের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলোর কেন্দ্রে ছিলেন। ডোনাল্ড ট্রাম্পের কড়া সমর্থক রামাস্বামী তাঁর অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। ট্রাম্পের পর দ্বিতীয় অবস্থানে থাকা ফ্লোরিডার গভর্নর রন ডি-স্যান্টিসের জোরালো প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে তাঁকে।

প্রাথমিক দৌড়ে অপ্রতিরোধ্য ট্রাম্প গত সপ্তাহে প্রথম বিতর্ক এড়িয়ে গেছেন। তবে পরে তিনি ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন।

ভেনেজুয়েলার বর্তমান প্রশাসন যুক্তরাষ্ট্রকে সহায়তা না করলে ফের হামলা: ট্রাম্প

‘ভালো মানুষ’ মোদি ট্রাম্পকে ‘খুশি’ করতে চাওয়ার পরও নতুন শুল্কের হুমকি

কলম্বিয়ায় হামলা চালানোর প্রস্তাব ভালো, পতনে উন্মুখ কিউবা: ট্রাম্প

নিউইয়র্কের বন্দিশালায় মাদুরো: শিগগির বিচার শুরু হবে

ভেনেজুয়েলা এখন কে চালাচ্ছে—স্পষ্ট করলেন না রুবিও

ভেনেজুয়েলায় ঢুকে মাদুরোকে অপহরণ: মার্কিন আইনপ্রণেতাদের তোপের মুখে ট্রাম্প

ট্রাম্পের হুমকিতে ঘনীভূত হচ্ছে আরেক সংকট, রাশিয়ার দ্বারস্থ হতে পারে কিউবা

পশ্চাদ্দেশ সামলে চলুন—কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্প

ভেনেজুয়েলায় আক্রমণ যুদ্ধের শামিল—ট্রাম্পের কড়া সমালোচনা মামদানির

‘দেশে তাঁর সমর্থন নেই, সম্মানও নেই’, ভেনেজুয়েলার মাচাদো প্রসঙ্গে ট্রাম্প