হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মেক্সিকোর পর মৌসুমি ঝড় ‘হিলারি’ আঘাত হানল ক্যালিফোর্নিয়ায়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ উপকূলে শক্তিশালী মৌসুমি ঝড় ‘হিলারি’ আঘাত হেনেছে। এর আগমুহূর্তে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পও অনুভূত হয়। এতে ৮০ বছর পর খরাপ্রবণ প্রদেশটিতে বন্যা দেখা দিয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন। প্রদেশটির সরকারি কর্মকর্তারা জনসাধারণকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন; পাশাপাশি তাঁরা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ শুরু করেছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই মৌসুমি ঝড় আঘাতে ‘প্রাণঘাতী’ বন্যা হতে পারে। ক্যালিফোর্নিয়ায় বন্যার পাশাপাশি ভূমিধসের আশঙ্কার কথাও বলা হয়েছে। ভারী বৃষ্টিপাতে প্রদেশটির পর্বত এবং মরুভূমি অঞ্চল ৫ থেকে ১০ ইঞ্চি ডুবে যেতে পারে, যা সারা বছরের গড় বৃষ্টিপাতের সমান।

এদিকে লস অ্যাঞ্জেলেসে গত ২৪ ঘণ্টায় ১৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস জানান, হিলারির আঘাতে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি না হলেও পরবর্তী সময় আরও ঝোড়ো হাওয়া বইতে পারে। এ নিয়ে তিনি উদ্বিগ্ন।

মেয়র কারেন বাস গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা জানি, এটি আরও খারাপ হতে পারত। আমার উদ্বেগ হলো অনেকেই বাইরে বের হচ্ছেন এখন। যখন নিরাপদ থাকার জন্য আমাদের ঘরে থাকতে হবে। লস অ্যাঞ্জেলেসের দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা রয়েছে। মৌসুমি ঝড় হিলারির আঘাতের সময় জরুরি পরিষেবা চালু রাখার জন্য কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

এর আগে গতকাল মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে ঘণ্টায় ১১৯ কিলোমিটার গতিবেগে আঘাত হানে হিলারি। ঝড়ে সেখানে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এক্স বার্তায় (সাবেক টুইটার) বলেন, মৌসুমি ঝড় হিলারি খুব বেশি ক্ষতি করতে পারেনি।

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের