ইউক্রেনে হামলা না হলে আগামী সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এই বৈঠকের প্রস্তাব তুলেছে। কারণ আমরা বিশ্বাস করি এই সংকট সমাধানের একমাত্র উপায় কূটনীতি ও সংলাপ।’
দীর্ঘদিন ধরেই ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করে রেখেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। দেশটি তার নাগরিকদের অতিসত্বর ইউক্রেন ত্যাগ করতে বলেছে। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুরু থেকেই বলে আসছেন, ইউক্রেনে হামলা চালানোর কোনো পরিকল্পনা তাঁদের নেই।