হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ঝড়ের তাণ্ডবের পর ক্যালিফোর্নিয়ায় বন্যার সতর্কতা, হাজার হাজার মানুষকে সরে যেতে নির্দেশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঝড়ে গত কয়েক সপ্তাহে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন প্রায় ২ লাখ ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। কিছু অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় কয়েক হাজার ক্যালিফোর্নিয়াবাসীকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। কিছু এলাকায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে মঙ্গলবার বিকেলে বজ্রসহ বৃষ্টি হয়। বুধবার ও বৃহস্পতিবার আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এমন পরিস্থিতিতে রাজ্যজুড়ে ২ কোটির বেশি মানুষ বন্যা সতর্কতার আওতায় রয়েছে। 

স্থানীয় সময় সোমবার রাতভর ভারী বৃষ্টিপাতের কারণে অনেক এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধস হয়েছে। এ ছাড়া লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো এলাকায় ভূমিধসের পূর্বাভাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আগামী দুই দিন আরও ঝড়-বৃষ্টি হতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। 

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, রাজ্যের অন্তত ৩৪ হাজার বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিতে ফেডারেল সরকারকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প