হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

চীনের ৫৯টি কোম্পানিকে কালো তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

ঢাকা: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু চীনা কোম্পানিতে মার্কিন বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এ তালিকাকে আরও লম্বা করছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বৃহস্পতিবার এ সম্পর্কিত এক নির্বাহী আদেশের মাধ্যমে বাইডেন চীনের ৫৯টি কোম্পানিতে মার্কিন বিনিয়োগ নিষিদ্ধ করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বেশ কিছু চীনা কোম্পানিতে মার্কিনিদের বিনিয়োগ নিষিদ্ধ করে নির্বাহী আদেশ দিয়েছিলেন। মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল। এই একই সন্দেহ থেকে গতকাল বৃহস্পতিবার বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৫৯টি চীনা কোম্পানিতে মার্কিনিদের বিনিয়োগ নিষিদ্ধ করে একটি নির্বাহী আদেশ জারি করেছেন।

গত বছরের নভেম্বরে চীনের ৩১টি কোম্পানিতে মার্কিন বিনিয়োগ নিষিদ্ধ করে একটি নির্বাহী আদেশে সই করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন সে সময় বলেছিল, এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চীনের সামরিক বাহিনীর যোগ রয়েছে এবং সেই সূত্রে এগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ‘সরাসরি হুমকির’ কারণ।

বৃহস্পতিবার দেওয়া বাইডেনের নির্বাহী আদেশে ৫৯টি চীনা কোম্পানিকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। চীনের নজরদারি প্রযুক্তি কথা উল্লেখ করে এগুলোকে মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে উল্লেখ করা হয়। এই আদেশ আগামী ২ আগস্ট থেকে কার্যকর হবে।

চায়না মোবাইল, চায়না টেলিকমিউনিকেশনস ও চায়না ইউনিকমের মতো চীনের বহু বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এই কালি তালিকায় রয়েছে। তালিকায় রয়েছে হুয়াওয়ে ও হিকভিশনের মতো বড় প্রতিষ্ঠানগুলোও, যারা ভিডিও সার্ভেল্যান্স সরঞ্জামের উৎপাদক ও সরবরাহকারী।

যুক্তরাষ্ট্রের এই ঘোষণার আগেই চীনের কর্মকর্তারা জানিয়ে রেখেছিলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার পথে হাঁটলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। প্রতিক্রিয়াও এসেছে সে মোতাবেকই। বাইডেন প্রশাসনের এ পদক্ষেপের ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, চীনের প্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় আইন মোতাবেক পাল্টা পদক্ষেপ নেবে চীন।

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা