২০২২ সালে অনুষ্ঠিতব্য মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয় সফরে গিয়ে সাংবাদিকদেরকে তিনি এমন অভিযোগ করেন।
বাইডেন বলেন, দেখুন রাশিয়া ২০২২ সালের কংগ্রেস নির্বাচন নিয়ে ইতিমধ্যে ভুয়া তথ্য ছড়ানোর চেষ্টা করছে। এটি পুরোপুরি আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন।
এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও সমালোচনা করে বাইডেন বলেন, সে একটি শীর্ষ অর্থনীতির দেশের ক্ষমতায় আছেন যার কাছে পরমাণু অস্ত্র ছাড়া আর কিছুই নেই। পুতিন জানে সে বিপদে আছে।
সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্রে হওয়া সাইবার হামলা নিয়ে শঙ্কা প্রকাশ করে বাইডেন বলেন, আমরা যদি সর্বশক্তি দিয়ে এটি প্রতিরোধ করতে যাই তাহলে এটি সাইবার আইনের লঙ্ঘন।