হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কনসার্টে সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ: পদত্যাগ করলেন সেই সিইও

আজকের পত্রিকা ডেস্ক­

ভাইরাল ভিডিও থেকে নেওয়া দুটি মুহূর্ত

কোল্ডপ্লে কনসার্টে সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ক্যামেরায় ধরা পড়া সেই প্রযুক্তি নির্বাহী পদত্যাগ করেছেন। নিউইয়র্ক-ভিত্তিক প্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনমার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তিনি। সংস্থার বিবৃতির বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, সিইও অ্যান্ডি বাইরন পদত্যাগ করেছেন।

অ্যাস্ট্রোনমারের পরিচালনা পর্ষদ বাইরনের পদত্যাগপত্র গ্রহণ করেছে এবং এখন তারা পরবর্তী সিইওর সন্ধানে নেমেছে। এর আগে বাইরনকে ছুটিতে পাঠানোর কথা জানানো হয়েছিল।

বাইরনের ভাইরাল ভিডিও প্রকাশের পর অনলাইনে একটি কথিত বিবৃতি ছড়িয়ে পড়েছিল, যেখানে বাইরন ঘটনা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছিল। তবে অ্যাস্ট্রোনমার লিঙ্কডইন পোস্টে জানিয়েছিল, বাইরন ‘কোনো বিবৃতি দেননি’ এবং ‘এ সংক্রান্ত সমস্ত খবর ভুল’।

গত বুধবার, ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে অবস্থিত জিলেট স্টেডিয়ামে কোল্ডপ্লে কনসার্টের ‘কিস ক্যাম’ স্ক্রিনে বাইরনকে কোম্পানির প্রধান মানবসম্পদ কর্মকর্তা ক্রিস্টিন ক্যাবটের সঙ্গে দেখা গিয়েছিল। ক্যাবটকে পেছন থেকে জড়িয়ে ধরে গানের তালে দুলছিলেন বাইরন। এ অবস্থায় দুজনকে বড় স্ক্রিনে দেখা যায়। বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে দুজনেই অপ্রস্তুত হয়ে পড়েন এবং ক্যামেরার আড়াল হয়ে যান।

এদিকে ২০১৮ সালে প্রতিষ্ঠিত ডেটা অপারেশনস কোম্পানি অ্যাস্ট্রোনমার স্বীকার করেছে, তাদের কোম্পানির পরিচিতি রাতারাতি পরিবর্তিত হতে পারে। তবে তাদের লক্ষ্য ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমস্যা সমাধানেই কেন্দ্রীভূত থাকবে।

এর আগে গত শুক্রবার কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছিল, তদন্ত চলাকালীন সিইও বাইরনকে ছুটিতে থাকবেন। অ্যাস্ট্রোনমারের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান পণ্য কর্মকর্তা পিট ডেজয় অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

বাইরনের লিঙ্কডইন অ্যাকাউন্টও প্রাইভেট করা হয়েছে। শুক্রবারের বিবৃতির পরই কোম্পানির নেতৃত্বস্থানীয় কর্মকর্তাদের জন্য নির্দিষ্ট ওয়েব পেজ থেকে তাঁর নাম সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সেই পেজে সহ-প্রতিষ্ঠাতা ডেজয়কে সিইও হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

তবে বাইরন এখনো কোম্পানির ওয়েবসাইটে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে তালিকাভুক্ত আছেন।

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

গ্রিনল্যান্ড প্রশ্নে যুক্তরাষ্ট্র: আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব

ইরানে হত্যা চলছে না, আমাকে ‘আশ্বস্ত’ করা হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র