হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রোজার আগেই গাজায় সামরিক অভিযান বন্ধ করবে ইসরায়েল: বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রোজা আসার আগেই গাজায় সামরিক কার্যক্রম গুটিয়ে নেবে ইসরায়েল। ৪০ দিনের সম্ভাব্য একটি যুদ্ধবিরতির আওতায় বিষয়টি বাস্তবায়িত হতে পারে। এরই মধ্যে হামাস জানিয়েছে, তারা প্রস্তাবিত নয়া যুদ্ধবিরতির খসড়া খতিয়ে দেখছে। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির অনুষ্ঠান ‘লেট নাইট উইথ সেথ মায়ারসে’ জো বাইডেন এ কথা বলেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ৪০ দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর করা হবে এবং এই সময়ে হামাসের হাতে জিম্মি ও ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনি বন্দীদের বিনিময় করা হবে। নতুন প্রস্তাব অনুসারে, হামাসের হাতে আটক একজন ইসরায়েলি জিম্মির বিনিময়ে ১০ জন করে ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। 

আলোচনার সঙ্গে জড়িত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এই ৪০ দিনে ইসরায়েল বা হামাসের তরফ থেকে কোনো ধরনে সামরিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে না। এই সময়ে হামাসের হাতে থাকা ১৯ বছরের কম ও ৫০ বছরের বেশি বয়সী এবং অসুস্থ ৪০ জিম্মিকে মুক্তি দেওয়া হবে। বিপরীতে ইসরায়েল মুক্তি দেবে ৪০০ ফিলিস্তিনিকে। একই সঙ্গে ইসরায়েল এই ৪০০ জনকে আর কখনোই গ্রেপ্তার করবে না এই মর্মে নিশ্চয়তা দেবে। 

খসড়া প্রস্তাব অনুসারে, এই ৪০ দিনের মধ্যে গাজার হাসপাতাল ও বেকারিগুলোকে মেরামত করে পুনরায় চালু করা হবে। প্রতিদিন অঞ্চলটিতে ৫০০ ট্রাক করে ত্রাণ সামগ্রী প্রবেশ করবে এবং প্রতিটি বাস্তুহারা পরিবারকে এক বা একাধিক তাঁবু ও ক্যারাভান সরবরাহ করা হবে।

অনুমান করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে আগামী ১০ মার্চ সন্ধ্যা থেকে পবিত্র রমজান শুরু হতে পারে এবং শেষ হতে পারে আগামী ৯ এপ্রিল। তবে রমজান শুরুর আগেই ইসরায়েল গাজা থেকে সামরিক কার্যক্রম গুটিয়ে নেবে উল্লেখ করে বাইডেন বলেন, ‘রমজান আসছে এবং ইসরায়েলিদের সঙ্গে একটি চুক্তি হয়েছে যে, তারা রমজান চলাকালে কোনো (সামরিক) কার্যকলাপ পরিচালনা করবে না। একই সঙ্গে আমাদের সব জিম্মিদের বের করে আনার জন্য এই কার্যক্রম গুটিয়ে নেওয়া হবে।’

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গে বলেছিলেন, ‘আমি আশা করি, চলতি সপ্তাহের শেষ দিকেই এটি কার্যকর হবে।’ উল্লেখ্য, পশ্চিমা বিশ্বে সাধারণত সপ্তাহান্তে বলতে শনি-রোববারকে বোঝানো হয়। বাইডেন বলেন, তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান তাঁকে বলেছেন, ‘আমরা (যুদ্ধবিরতির) খুবই কাছাকাছি।’ 

বাইডেন আরও বলেন, ‘আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন যে, আমরাই কাছাকাছি, খুবই কাছাকাছি, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।’ এ সময় আগামী সোমবার নাগাদ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়ে যাবে আশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আমি আশা করি, আগামী সোমবারের মধ্যেই আমরা যুদ্ধবিরতি দেখতে পাব।’

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমর্থন আছে অন্তর্বর্তী সরকারেরও

ভেনেজুয়েলায় হস্তক্ষেপ: ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে ভোট

ভারতের ওপর আসতে পারে ৫০০ শতাংশ শুল্ক, কংগ্রেসের বিলে ট্রাম্পের সবুজসংকেত

মোদি, মাখোঁ আমার কাছে নতিস্বীকার করেছেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গুলি, নারী নিহত