হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

গাড়ি উড়ে গিয়ে পড়ল গাছের মাথায়, যুক্তরাষ্ট্রে ৩ ভারতীয় নিহত

মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সড়ক দুর্ঘটনায় তিন ভারতীয় নারী নিহত হয়েছেন। আজ শনিবার সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের গ্রিনভিল কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সেতুর ওপর দিয়ে দ্রুতবেগে যাচ্ছিল গাড়িটি। আর তখনই ঘটে দুর্ঘটনা। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

নিহতরা হলেন—রেহাবেন প্যাটেল, সঙ্গীতাবেন প্যাটেল এবং মনীষাবেন প্যাটেল। তাঁরা সবাই গুজরাটের আনন্দ জেলার বাসিন্দা। 

গ্রিনভিল কাউন্টি করোনার অফিস বলেছে, স্পোর্ট ইউটিলটি ভিকলটি (এসইউভি) দ্রুতবেগে অঙ্গরাজ্যের উত্তর দিকে যাচ্ছিল। স্টাউনটন ব্রিজ রোডের সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ২০ ফুট দূরে একটি গাছের ওপর গিয়ে পড়ে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় আহত আরও একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

ডেপুটি করোনার মাইক এলিস জানান, গাড়িটির গতি নির্ধারিত গতির চেয়ে অনেক বেশি ছিল। এতেই দুর্ঘটনা ঘটেছে। এতে অন্য কোনো গাড়ির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। 

মাইক এলিস বলেন, ‘দুর্ঘটনার পর কোনো গাড়ি ৪-৬ লেন ছেড়ে বাইরে গিয়ে পড়া সাধারণ দুর্ঘটনা নয়। গাড়িটি এত দ্রুত গতিতে চলছিল য়ে প্রায় ২০ ফুট দূরে জঙ্গলে গিয়ে পড়েছে।’ 

খবর পেয়ে সাউথ ক্যারোলিনা হাইওয়ে প্যাট্রোল, গ্যান্ট ফায়ার রেসকিউ এবং একাধিক গ্রিনভিল কাউন্টির জরুরি ইউনিটসহ জরুরি পরিষেবাগুলো দুর্ঘটনাস্থলে পৌঁছায়।

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমর্থন আছে অন্তর্বর্তী সরকারেরও

ভেনেজুয়েলায় হস্তক্ষেপ: ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে ভোট

ভারতের ওপর আসতে পারে ৫০০ শতাংশ শুল্ক, কংগ্রেসের বিলে ট্রাম্পের সবুজসংকেত

মোদি, মাখোঁ আমার কাছে নতিস্বীকার করেছেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গুলি, নারী নিহত

জাতিসংঘ ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প

ভেনেজুয়েলার তেল ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণে ‘তিন ধাপের’ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

রাশিয়া আর চীন একমাত্র যুক্তরাষ্ট্রকেই ভয় ও সম্মান করে: ট্রাম্প