হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

‘তালেবানের সঙ্গে সমস্যা মেটাতে নিশ্চিত একটা উপায় বের করবে চীন’ 

আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবানের সঙ্গে সমস্যা মেটাতে চীন নিশ্চিত একটি উপায় বের করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার সাংবাদিকদের তিনি এমনটি বলেন।

গত ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। 

চীনের সঙ্গে তালেবানের সম্পর্কে নিয়ে প্রশ্ন করলে বাইডেন বলেন, তালেবানের সঙ্গে চীনের একটা সমস্যা রয়েছে। তাই আমি নিশ্চিত, তারা একটা উপায় খুঁজে বের করার চেষ্টা করবে। পাকিস্তান, রাশিয়া, ইরান যেমনটা করবে। তারা সবাই এখন বোঝার চেষ্টা করবে যে তারা এখন কী করবে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও তার সাত মিত্র তালেবানের বিষয়ে নিজেদের প্রতিক্রিয়ায় একটা সমন্বয় থাকবে বলে একমত হয়েছে। এদিকে এরই মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে দিয়েছে।

বিশেষজ্ঞদের অনেকে ধারণা করছেন, তালেবানের ওপর এমন অর্থনৈতিক খড়্গ থাকলেও চীন, রাশিয়া বা অন্য কোনো দেশ যদি তালেবানকে অর্থসহযোগিতা করে, তবে অন্যান্য বাধা তাদের জন্য তেমন সমস্যার হবে না। 

গত ২৯ আগস্ট চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে বলেছিলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তালেবানের পাশে থাকা এবং ইতিবাচকভাবে তাদের বিভিন্ন নির্দেশনা দেওয়া। 

শুল্ক থেকে ৬০০ বিলিয়ন ডলারের বেশি পেতে যাচ্ছি, এখন আমরা অনেক বেশি সম্মানিত: ট্রাম্প

মাদুরোর পতন: জুয়ার মার্কেটে রহস্যময় বাজি, এক রাতে কোটিপতি জুয়াড়ি কি ট্রাম্পঘনিষ্ঠ কেউ

ট্রাম্পের নিশানায় ৪ দেশ

আমি নির্দোষ, এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট—নিউইয়র্কের আদালতে মাদুরো

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় অর্ধেকের বেশি বাংলাদেশি পরিবার: ট্রাম্প

মাদুরোর হয়ে লড়বেন অ্যাসাঞ্জকে কারামুক্ত করা সেই আইনজীবী

ট্রাম্পের মামলা সামলানো বিচারকের হাতেই মাদুরোর ভাগ্য

নিউইয়র্কের আদালতে সাধারণ কয়েদির বেশে মাদুরো—চাইতে পারেন দায়মুক্তি

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের বাড়িতে হামলা, আটক ১

ভারতের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে ট্রাম্প: ‘মোদি ভালো মানুষ, কিন্তু আমাকে খুশি করতে পারেনি’