হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের প্রার্থী অজয় বঙ্গাকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রার্থী ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গাকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নিয়োগ দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি। 

এই পদে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমার শেষ দিন গতকাল ২৯ মার্চ পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্র ছাড়া আর কোনো দেশ প্রার্থী দেয়নি বলে বিশ্বব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে। 

এতে বলা হয়, পরিচালনা পর্ষদ মাত্র একটি মনোনয়নপত্র পেয়েছে এবং অজয় বঙ্গাকেই এই পদে নিয়োগের জন্য বিবেচিত বলে ঘোষণা করছে। এখন ওয়াশিংটনে প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হবে এবং প্রেসিডেন্ট পদে বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস মেয়াদ শেষ হওয়ার আগেই আকস্মিক পদত্যাগের ঘোষণার পর গত ২৩ ফেব্রুয়ারি মাস্টারকার্ডের এ সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) যুক্তরাষ্ট্রের প্রার্থী ঘোষণা করা হয়।

আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটির আশা ছিল, এবার নারী প্রার্থীরা এ পদের জন্য উৎসাহিত হবেন। তবে বাস্তবে তা ঘটেনি।

অবশ্য বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হোন সাধারণত একজন আমেরিকান। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান হন ইউরোপীয়। বহুদিন ধরে এ প্রথা চলে আসছে। যেখানে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাংকের বৃহত্তম অংশীদার।

৬৩ বছর বয়সী বঙ্গা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান। বর্তমানে ইক্যুইটি ফার্ম জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি মাস্টারকার্ডের সিইও ছিলেন।

মনোনয়ন ঘোষণা করে প্রেসিডেন্ট জো বাইডেনের বিবৃতি বলা হয়, ‘জলবায়ু পরিবর্তনসহ আমাদের সময়ের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি-বেসরকারি সংস্থানকে একত্রিত।

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া