হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয় নিশ্চিত করল যুক্তরাষ্ট্র

ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনী কর্তৃক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, গত শুক্রবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বের সামরিক ইতিহাসে এই প্রথম কোনো যুদ্ধে কোনো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হলো। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সিএনএনকে নিশ্চিত করেছেন—‘রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। যুদ্ধে এই ধরনের ক্ষেপণাস্ত্র প্রথমবার ব্যবহার করা হলো।’ 

ওই কর্মকর্তারা আরও জানিয়েছেন, তাঁরা তাৎক্ষণিকভাবেই কিনজাল ক্ষেপণাস্ত্রের গতিপথ ট্র্যাক করতে সক্ষম হয়েছেন। 

একাধিক মার্কিন থিংকট্যাংক সিএনএনকে জানিয়েছেন, এই কিনজাল ক্ষেপণাস্ত্র হামলা সম্ভবত ক্ষেপণাস্ত্রটির সক্ষমতা পরীক্ষা করা ও রাশিয়ার সক্ষমতা সম্পর্কে পশ্চিমকে একটি কঠোর বার্তা পাঠানোর উদ্দেশ্যেই করা হয়েছিল।

প্রায় ১০ মাক বা শব্দের গতির চেয়ে ১০ গুণ বেশি অর্থাৎ প্রতি ঘণ্টায় ১২ হাজার ৩৫০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করা খুবই কঠিন। এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করে এমনকি অনেক ক্ষেত্রে এটি প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতেও সক্ষম। 

সাম্প্রতিক সময়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন হাইপারসনিক অস্ত্রের উন্নয়নকে শীর্ষ অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোর মধ্যে একটি বলে বিবেচনা করছে। বিশেষ করে চীন এবং রাশিয়া তাঁদের নিজস্ব হাইপারসনিক অস্ত্র তৈরি করতে এগিয়ে যাওয়ায় পেন্টাগনের এই কার্যক্রম আরও অগ্রাধিকার পাবে।

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা