হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১০ জন

‘জার্ডিন্স দে ভিলাফ্রাঙ্কা’ বৃদ্ধাশ্রমের বাইরে অবস্থানরত একটি অ্যাম্বুলেন্স

স্পেনের একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। এদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় কর্তপক্ষ। আজ শুক্রবার স্পেনের স্থানীয় সংবাদমাধ্যম এল পেইসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা।

আজ শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টায় উত্তর-পূর্ব আরাগন অঞ্চলের জারাগোসা শহর থেকে ১৮ মাইল দূরে ‘জার্ডিন্স দে ভিলাফ্রাঙ্কা’ বৃদ্ধাশ্রমে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীরা প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভিলাফ্রাঙ্কা দে এব্রো শহরের মেয়র ভলগা রামিরেজ সাংবাদিকদের জানান, আগুন লেগে তীব্র ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে আগুন একটি কক্ষেই সীমাবদ্ধ ছিল।

স্পেনের সংবাদপত্র এল পেইস জানায়, বৃদ্ধাশ্রমটি ২০০৮ সালে খোলা হয়। সম্প্রতি মানসিক স্বাস্থ্য সমস্যায় থাকা বৃদ্ধদের জন্য এটি বিশেষায়িত করা হয়েছিল। ঘটনার সময় সেখানে ৮২ জন ছিলেন।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোক প্রকাশ করে লেখেন, তিনি ‘দুঃখিত ও শোকাহত’।

এই অগ্নিকাণ্ডের ঘটনার কিছুদিন আগেই পূর্বাঞ্চলীয় ভ্যালেনসিয়া অঞ্চলে বিধ্বংসী বন্যায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়, যাতে হাজার হাজার বাড়িঘর ধ্বংস হয়ে যায়। এটি স্পেনের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়।

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র