হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

রয়টার্সের জরিপ: ট্রাম্পকে আরও পেছনে ফেললেন কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আরও এক জরিপে ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন কমলা হ্যারিস। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত রয়টার্স পরিচালিত জরিপ থেকে দেখা গেছে, বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছেন। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ নভেম্বর। এতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এ দুই প্রার্থীর মধ্যে কে বেশি জনপ্রিয় বা কার প্রতি ভোটারদের সমর্থন বেশি, তা নিয়ে বিশ্বব্যাপী চলছে নানা আলোচনা। 

এরই মধ্যে এ দুই প্রার্থীর জনপ্রিয়তা নিয়ে বেশ কিছু জরিপের ফলাফল সামনে এসেছে। এবার ভোটারদের মধ্যে কার গ্রহণযোগ্যতা বেশি, সে বিষয়ে আবারও জরিপ চালিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার প্রকাশিত জরিপে দেখা গেছে, কমলা হ্যারিস ৪৫ শতাংশ সমর্থন নিয়ে এগিয়ে রয়েছেন। এ ক্ষেত্রে ট্রাম্পের রয়েছে ৪১ শতাংশ সমর্থন। 

গত জুলাই মাসে একটি জরিপ চালিয়েছিল রয়টার্স। তখন ট্রাম্পের চেয়ে হ্যারিস ১ শতাংশ বেশি সমর্থন নিয়ে এগিয়ে ছিলেন। নতুন জরিপে দেখা গেছে, নারী ও হিসপানিকদের (যুক্তরাষ্ট্রে বসবাসকারী স্প্যানিশভাষী মানুষ) মধ্যে কমলা হ্যারিসের সমর্থন বেড়েছে। নারী ও হিসপানিক ভোটারদের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে হ্যারিস ১৩ পয়েন্টে এগিয়ে রয়েছেন। 

তবে শ্বেতাঙ্গ ভোটার ও পুরুষদের মধ্যে ট্রাম্পের সমর্থন জুলাইয়ের মতোই বেশি রয়েছে। তা ছাড়া কলেজ ডিগ্রি নেই এমন ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা কমেছে ৭ পয়েন্ট। 

প্রসঙ্গত, ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে অংশ নেওয়ার পর ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স নিয়ে প্রশ্ন ওঠে। পরে ডেমোক্রেটিক দল থেকেই তাঁকে সরে যেতে বলা হয়। তবে তিনি নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনড় থাকলেও শেষ পর্যায়ে তীব্র সমালোচনার মুখে সরে যেতে বাধ্য হন। এরপর তাঁর স্থলে ডেমোক্রেটিক দলের সমর্থন পান কমলা হ্যারিস।

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা