হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইতিহাসে প্রথমবার বিধ্বস্ত হলো বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার

আজকের পত্রিকা ডেস্ক­

১৪ বছর আগে বাজারে আনা হয় বোয়িং ৭৮৭। ছবি: অ্যাভিয়েশন উইক

বিমান নির্মাতা বোয়িংয়ের জন্য এটি আরেকটি বড় ধাক্কা। ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়েছে। এই মডেলের ইতিহাসে এটিই প্রথমবার কোনো ভয়াবহ দুর্ঘটনার ঘটনা।

১৪ বছর আগে বাজারে আনা হয় বোয়িং ৭৮৭, যা ‘ড্রিমলাইনার’ নামে বেশি পরিচিত। এটি বোয়িংয়ের সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত মাঝারি থেকে দূরপাল্লার যাত্রীবাহী বিমান। মাত্র ছয় সপ্তাহ আগে বোয়িং গর্ব করে ঘোষণা দিয়েছিল—বিশ্বজুড়ে ১ হাজার ১৭৫টিরও বেশি উড়োজাহাজ মিলিয়ে এখন পর্যন্ত পাঁচ কোটিরও বেশি ঘণ্টা উড্ডয়ন সম্পন্ন করেছে বোয়িং ৭৮৭ এবং একসঙ্গে ১০০ কোটির বেশি যাত্রী পরিবহন করে একটি ঐতিহাসিক মাইলফলকে পৌঁছেছে।

তবে এই দুর্ঘটনা সেই অর্জনের ওপর বড় রকমের ধাক্কা। ৭৩৭ ম্যাক্স সিরিজের একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার পর বোয়িং আগেই নানা জটিলতায় পড়েছিল। নতুন করে ৭৮৭ মডেলের এই দুর্ঘটনা কোম্পানির ওপর চাপ আরও বাড়াবে।

বর্তমানে বোয়িংয়ের প্রধান নির্বাহী হিসেবে রয়েছেন কেলি অর্টবার্গ। এক বছর পূর্ণ হতে চলেছে তাঁর দায়িত্ব গ্রহণের। বোয়িংয়ের ভবিষ্যৎ নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাব দিতে ও অভ্যন্তরীণ সংকট সামাল দিতে তাঁকে দায়িত্ব দেওয়া হয়। তবে এই নতুন বিপর্যয় তাঁর নেতৃত্বের জন্য বড় এক পরীক্ষা হয়ে উঠছে।

বোয়িং ৭৮৭ নিয়ে উড়োজাহাজশিল্পে এত দিন একটি নির্ভরতার ভাবমূর্তি ছিল। বিশ্লেষকেরা বলছেন, এই মডেলের দুর্ঘটনা একটি বিরল ঘটনা।

আন্তর্জাতিক বিমান বিশ্লেষক অ্যালেক্স মাচেরাস আল-জাজিরাকে বলেন, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার তার নিরাপত্তা রেকর্ডের জন্য সুনাম অর্জন করেছে। এটি ১৫ বছর ধরে সার্ভিসে রয়েছে এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনার সঙ্গে যুক্ত হয়নি।

অ্যালেক্স মাচেরাস আরও বলেন, এটি একটি মাঝারি থেকে দূরপাল্লার যাত্রীবাহী উড়োজাহাজ। এটি পরিবেশবান্ধব কার্বন-ফাইবার প্রযুক্তিতে নির্মিত এবং এয়ারলাইনসের জন্য দারুণ দক্ষতার প্রতিশ্রুতি দেয়। বিশ্বের বিভিন্ন বাজারে এটি নিরাপত্তা মানদণ্ডের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং দূরপাল্লার ভ্রমণে এটি একটি নির্ভরযোগ্য বাহন হিসেবে বিবেচিত।

বিশ্লেষকদের মতে, এই দুর্ঘটনার পেছনে প্রকৃত কারণ নির্ণয় না হওয়া পর্যন্ত বোয়িং ৭৮৭ নিয়ে সংশয় থেকেই যাবে, যা সামনের দিনগুলোতে বোয়িংয়ের জন্য চাপ আরও বাড়াবে।

তথ্যসূত্র: বিবিসি ও আল-জাজিরা

মাদুরোর আগে সাদ্দামকে উৎখাত করে এই ডেল্টা ফোর্স

মাদুরোকে মাদক ও অস্ত্র মামলায় অভিযুক্ত করল নিউইয়র্কের আদালত

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান—সর্বশেষ যা জানা গেল

যুক্তরাষ্ট্রেই হবে মাদুরোর বিচার, ভেনেজুয়েলায় অভিযান আপাতত শেষ: রুবিও

দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই মামদানির বিরুদ্ধে ইহুদিবিদ্বেষের অভিযোগ ইসরায়েলের

নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে সদ্য আঁকা যিশুর ছবি ২৭ লাখ ডলারে বেচলেন ট্রাম্প

বিক্ষোভে উত্তাল ইরান, হস্তক্ষেপে ‘প্রস্তুত হয়ে বসে আছে’ যুক্তরাষ্ট্র

আমরা আর দেরি করব না—দায়িত্ব নিয়েই মামদানির ঘোষণা

২০২৫ সালে মোট কয়টি দেশে বোমা ফেলেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে শুধু বিয়েই যথেষ্ট নয়