হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হোয়াইট হাউসের কাছে বজ্রপাতে নিহত ২, গুরুতর আহত ২ 

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটাল হিলের হোয়াইট হাউসের কাছে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই হতাহতের ঘটান ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে। 

ওয়াশিংটন মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বজ্রপাতে মারা যাওয়া দুজন হলেন—জেমস মুয়েলার (৭৬) এবং ডোনা মুয়েলার (৭৫)। তাঁরা দুজনই উইসকনসিনের বাসিন্দা। বজ্রপাতের ঘটনাটি ঘটে হোয়াইট হাউস লাগোয়া লাফায়েত পার্কে। 

পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তবে পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। 

ওয়াশিংটনের অগ্নি নির্বাপণ বিভাগ এবং জরুরি চিকিৎসা সেবা বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পার্ক পুলিশ এবং সাদা পোশাকে থাকা গোয়েন্দা কর্মীরা তাৎক্ষণিকভাবে ওই চারজনের সহায়তায় এগিয়ে যান। স্থানীয় প্রশাসনের এক মুখপাত্র জানিয়েছেন, ওই চারজনই গুরুতর আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। তার মধ্যে দুজন পরে মারা যান। 
 
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের এক বিবৃতিতে বলেছেন, ‘লাফায়েত পার্কে বজ্রপাতে মর্মান্তিক প্রাণহানির ঘটনায় আমরা শোকাহত। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রার্থনা। যারা এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের জন্যও প্রার্থনা।’ 

ওয়াশিংটন গত সপ্তাহে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বেশ বজ্রঝড়ের মুখোমুখিও হয়েছে। 

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প