হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

একাধিক মার্কিন রণতরিতে হামলার দাবি হুতিদের

যুক্তরাষ্ট্রের মালবাহী জাহাজ প্রোপেল ফরচুনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ ছাড়া একাধিক মার্কিন রণতরি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে তারা। গতকাল শনিবার সকালে এক টিভি ভাষণে এসব দাবি করেন হুতির মুখপাত্র ইয়াহিয়া সারে।

রয়টার্স জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে গত নভেম্বর থেকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা।

যুক্তরাষ্ট্রের রণতরি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইয়াহিয়া সারে বলেন, ‘লোহিতসাগর এবং আরব উপসাগরে ৩৭টি ড্রোন দিয়ে মার্কিন রণতরিতে হামলা চালিয়েছি আমরা।’

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড গতকাল দাবি করেছে, লোহিতসাগরে হুতিদের ছোড়া ১৫টি ড্রোন ধ্বংস করেছে তারা। লোহিতসাগর ও তৎসংলগ্ন এডেন উপসাগরে স্থানীয় সময় গতকাল ভোরের আগে হুতিরা হামলা চালায়।

এক্সে সেন্ট্রাল কমান্ড জানায়, গতকাল রাত ৪টা থেকে ভোর ৬টা ৩০ মিনিট পর্যন্ত এডেন উপসাগর ও লোহিতসাগরে হুতিদের চালানো ড্রোন হামলার জবাব দেওয়া হয়েছে। এসব ড্রোন বাণিজ্যিক জাহাজ এবং জোট বাহিনীর জাহাজের জন্য হুমকি ছিল। পণ্যবাহী জাহাজের স্বাধীনতা রক্ষা এবং আন্তর্জাতিক জলসীমাকে আরও নিরাপদ করতে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার গত বুধবার জানান, আন্তর্জাতিক জাহাজে হামলার জন্য হুতিদের জবাবদিহির আওতায় আনার চেষ্টা অব্যাহত থাকবে।

অন্যদিকে হুতিরা জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত গাজায় হামলা বন্ধ না হবে এবং অবরোধ তুলে না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে।

হুতিদের হামলায় গত সপ্তাহে ‘রুবিমার’ নামের যুক্তরাজ্যের একটি জাহাজ ডুবে যায়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি জাহাজের তিন ক্রুও নিহত হন। তবে ওই ক্রুরা ফিলিপাইনের নাগরিক ছিলেন।

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক

বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনেছেন ট্রাম্প—ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা করলেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি যেকোনো সময়ের চেয়ে কাছাকাছি: ট্রাম্প