হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানের আকাশে ‘ইউএফও’! 

পাকিস্তানের আকাশে একটি রহস্যময় বস্তুর দেখা পেয়েছেন দেশটির একজন ব্যবসায়ী। আর্সলান ওয়ারাইচ নামের ব্যবসায়ী বলেন, তিনি তাঁর ড্রোন অবতরণের সময় ইসলামাবাদের ওপর অজ্ঞাত উড়ন্ত বস্তুটি দেখতে পান। এরই মধ্যে ইসলামাবাদে ঘটা ওই ঘটনার ১৩ মিনিটের একটি ভিডিও প্রকাশিত হয়েছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়, ওয়ারাইচ দুই ঘণ্টা ত্রিভুজ আকারের ইউএফওটিকে পর্যবেক্ষণ করেছেন। ৩৩ বছর বয়সী ওই ব্যবসায়ী বিভিন্নভাবে ইউএফওর ছবি তোলেন। 

এ নিয়ে আর্সলান ওয়ারাইচ বলেন, আমি ১২ মিনিটেরও বেশি সময় ধরে এটির ভিডিও করেছি। কয়েক ডজন ছবি তুলেছি এবং দুই ঘণ্টা ধরে এটি পর্যবেক্ষণ করেছি। 

রহস্যময় বস্তুর ব্যাখ্যা দিতে গিয়ে ওয়ারাইচ বলেন, ‘খালি চোখে এটি একটি কালো বৃত্তাকার পাথরের মতো মনে হয়েছিল। কিন্তু আমি জুম ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম এটি একটি ত্রিভুজ আকারের বস্তু।’ 

ভিডিওটি এরই মধ্যে ইউটিউবে হাজার হাজার ভিউ পেয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররকে আর্সলান ওয়ারাইচ বলেন, ‘আমি জানি না এটা কী ছিল। তবে এটি পাখি ছিল না। আমি নিজে ড্রোন ওড়াই, তাই আমি জানি এটি বাণিজ্যিক ড্রোনও ছিল না।’

ইউএফও অব ইন্টারেস্ট নামে একটি টুইটার পেজ ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে জানিয়েছে, পাকিস্তানে দেখা ওই রহস্যময় বস্তু একটি ঘুড়ি ছিল। 

একটি ইউএফও ও এলিয়েন তত্ত্ব নিয়ে ইন্টারনেটে আলোড়ন সৃষ্টির ঘটনা এটি প্রথম নয়। গত বছর একাধিক ব্যক্তি হাওয়াইজুড়ে একটি রহস্যময় নীল ইউএফও দেখার কথা জানিয়েছেন। 

তিন বাহিনীর প্রধান হয়েই পাকিস্তানকে ‘অনন্য উচ্চতায়’ পৌঁছানোর ঘোষণা আসিম মুনিরের

আরও ক্ষমতাধর আসিম মুনির, হলেন পাকিস্তানের তিন বাহিনীর প্রথম প্রধান

ইমরান খানকে মেরে ফেললে কী প্রতিক্রিয়া হয়, দেখতে চেয়েছে সরকার—বোনের দাবি

বোনের সঙ্গে ২০ মিনিটের আলাপে আসিম মুনিরের বিরুদ্ধে ইমরান খানের অভিযোগ

হঠাৎ বিদেশে শাহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনিরকে সিডিএফ নিয়োগ নিয়ে বিড়ম্বনায় পাকিস্তান

অবশেষে ইমরান খানের সঙ্গে দেখা হলো বোনের

নিষেধাজ্ঞা ভেঙে ইসলামাবাদ-রাওয়ালপিন্ডিতে ইমরানের দলের বিক্ষোভের ডাক

ইমরান খানের এমন কিছু ঘটেছে, যা পরিবর্তন করা যাচ্ছে না—ছেলেদের আশঙ্কা

পাকিস্তানে দূতাবাস বন্ধের ঘোষণা দিল ফিনল্যান্ড

অনিশ্চিত ভবিষ্যৎ: পাকিস্তান রাষ্ট্রে নিজেদের উপেক্ষিত মনে করছে তরুণেরা