হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তেল আবিবে গাড়ি হামলায় আহত ৭ ইসরায়েলি, ফিলিস্তিনিকে গুলি করে হত্যা 

ইসরায়েলের তেল আবিবে এক গাড়ি হামলায় সাতজন আহত হয়েছে বলে পুলিশ ও চিকিৎসকেরা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে গাড়িচাপা ও ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে এক ইসরায়েলি। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বড় অভিযানের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটল।

পুলিশ বলেছে, উত্তর তেল আবিবে একটি গাড়ি বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে আক্রমণ করেছে। সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি গাড়ি চালিয়ে দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার সময় শপিং সেন্টারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মারে এবং বেসামরিক লোকদের ধারালো বস্তু দিয়ে আঘাত করার জন্য গাড়ি থেকে বের হয়ে এগিয়ে যায়।

ঘটনাস্থলে বক্তব্য দিতে গিয়ে পুলিশপ্রধান ইয়াকভ শাবতাই বলেছেন, ওই ব্যক্তি পশ্চিম তীরের বাসিন্দা। একজন সশস্ত্র পথচারী তাকে গুলি করে হত্যা করেছে। 

চিকিৎসকেরা জানান, আহত পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, মোট আহতের সংখ্যা সাতজন।

অধিকৃত পশ্চিম তীরের জেনিনের বিদ্রোহী ঘাঁটিতে কয়েক বছরের সবচেয়ে বড় ইসরায়েলি সামরিক অভিযানের দ্বিতীয় দিনে ঘটনাটি ঘটল। সামরিক অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে, ১০০ জনেরও বেশি হেফাজতে রয়েছে এবং হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ইসরায়েল অধিকৃত গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী হামাস গোষ্ঠী একটি বিবৃতি জারি করে ‘বীরত্বপূর্ণ’ হামলার প্রশংসা করেছে। তারা এই হামলাকে ‘জেনিন শিবিরে জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের প্রাথমিক প্রতিক্রিয়া’ বলে অভিহিত করেছে।

উভয় পক্ষের সরকারি সূত্র থেকে সংকলিত এএফপির তথ্য অনুযায়ী, এ বছর অন্তত ১৮৮ ফিলিস্তিনি, ২৫ ইসরায়েলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নিহত হয়েছে। তাদের মধ্যে ফিলিস্তিনের পক্ষে যোদ্ধা ও বেসামরিক ব্যক্তি এবং ইসরায়েলের পক্ষে বেশির ভাগ বেসামরিক নাগরিক ও আরব সংখ্যালঘুর তিন সদস্য রয়েছে।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার