হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তেল আবিবে গাড়ি হামলায় আহত ৭ ইসরায়েলি, ফিলিস্তিনিকে গুলি করে হত্যা 

ইসরায়েলের তেল আবিবে এক গাড়ি হামলায় সাতজন আহত হয়েছে বলে পুলিশ ও চিকিৎসকেরা জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে গাড়িচাপা ও ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে এক ইসরায়েলি। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর একটি বড় অভিযানের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটল।

পুলিশ বলেছে, উত্তর তেল আবিবে একটি গাড়ি বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে আক্রমণ করেছে। সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তি গাড়ি চালিয়ে দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার সময় শপিং সেন্টারে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মারে এবং বেসামরিক লোকদের ধারালো বস্তু দিয়ে আঘাত করার জন্য গাড়ি থেকে বের হয়ে এগিয়ে যায়।

ঘটনাস্থলে বক্তব্য দিতে গিয়ে পুলিশপ্রধান ইয়াকভ শাবতাই বলেছেন, ওই ব্যক্তি পশ্চিম তীরের বাসিন্দা। একজন সশস্ত্র পথচারী তাকে গুলি করে হত্যা করেছে। 

চিকিৎসকেরা জানান, আহত পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুলিশ জানিয়েছে, মোট আহতের সংখ্যা সাতজন।

অধিকৃত পশ্চিম তীরের জেনিনের বিদ্রোহী ঘাঁটিতে কয়েক বছরের সবচেয়ে বড় ইসরায়েলি সামরিক অভিযানের দ্বিতীয় দিনে ঘটনাটি ঘটল। সামরিক অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে, ১০০ জনেরও বেশি হেফাজতে রয়েছে এবং হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ইসরায়েল অধিকৃত গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী হামাস গোষ্ঠী একটি বিবৃতি জারি করে ‘বীরত্বপূর্ণ’ হামলার প্রশংসা করেছে। তারা এই হামলাকে ‘জেনিন শিবিরে জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের প্রাথমিক প্রতিক্রিয়া’ বলে অভিহিত করেছে।

উভয় পক্ষের সরকারি সূত্র থেকে সংকলিত এএফপির তথ্য অনুযায়ী, এ বছর অন্তত ১৮৮ ফিলিস্তিনি, ২৫ ইসরায়েলি, একজন ইউক্রেনীয় এবং একজন ইতালীয় নিহত হয়েছে। তাদের মধ্যে ফিলিস্তিনের পক্ষে যোদ্ধা ও বেসামরিক ব্যক্তি এবং ইসরায়েলের পক্ষে বেশির ভাগ বেসামরিক নাগরিক ও আরব সংখ্যালঘুর তিন সদস্য রয়েছে।

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা