হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জেরুজালেমে বাসে বন্দুক হামলা, আহত ৮

ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে বন্দুক হামলায় আটজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্য়ে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এরা সবাই ইসরায়েলি নাগরিক। আজ রোববার সকালে ইহুদিদের তীর্থস্থান ওয়েস্টার্ন হলের কাছে একটি বাসে এই হামলার ঘটনা ঘটে। এ সময় বাসটি পার্কিং লটে দাঁড়িয়ে ছিল। 

আল জাজিরা জানিয়েছে, আহতদের মধ্য়ে একজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন। এরই মধ্যে হামলাকারীকে আটক করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি। এ ঘটনার পর ফিলিস্তিনিদের এলাকা সিলওয়ানে অভিযান চালায় পুলিশ। তারা বাড়ি বাড়ি গিয়ে অনেক ফিলিস্তিনিকে আটক করেছে। 

গত সপ্তাহে গাজা ও পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষের পর এই হামলার ঘটনা ঘটল। ওই সময় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের সদস্যদের বিরুদ্ধে বিমান হামলা চালায় ইসরায়েল। এ সময় বোমায় ১৭ শিশুসহ ৪৯ জন ফিলিস্তিনি নিহত হন। এদের মধ্যে ইসলামিক জিহাদের দুই নেতাও ছিলেন। আহত হন আরও কয়েকশ ফিলিস্তিনি। 

হামলার জবাবে ইসরায়েলে রকেট হামলা চালায় ইসলামিক জিহাদ। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে মিসরের মধ্যস্থতায় যুদ্ধ বিরতিতে আসে দুই পক্ষই। একই সঙ্গে ইসলামিক জিহাদের দুই নেতাকে ইসরায়েলের কাছ থেকে মুক্তির প্রক্রিয়াও চলছে। এসব ঘটনায় অংশ নেয়নি গাজার শাসক গোষ্ঠী হামাস। বিশ্লেষকেরা এই অস্ত্রবিরতিকে ভঙ্গুর হিসেবে অভিহিত করেছেন। 

পশ্চিম জেরুজালেম ভিত্তিক মধ্য়প্রাচ্য় বিশেষজ্ঞ জোনি বেন মেনাচেম বলেন, ‘এই পরিস্থিতি উদ্বেগ ও হতাশার। গাজায় যা ঘটেছে সেটি ফিলিস্তিনিরা খুবই নিরাশ। এটি তাদের জন্য় ইসরায়েলের কাছে ইসলামিক জিহাদের পরাজয়। এখন অস্ত্রবিরতির এই সময় ব্যাপক উদ্বেগের। কেননা ইসলামিক জিহাদ তাদের নেতাদের মুক্তির দাবি চালিয়ে যাচ্ছে।’ 

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি

সিরিয়ায় বাশারের পতনের ১ বছর: স্বপ্ন কিছুটা সত্যি, এখনো অনেক কাজ বাকি

৫৯০ বার যুদ্ধবিরতি লঙ্ঘনের পর এবার দ্বিতীয় ধাপ নিয়ে বৈঠক হবে ট্রাম্প-নেতানিয়াহুর

গাজার অর্ধেক ইসরায়েলের নিয়ন্ত্রণেই রাখার ইঙ্গিত সেনাপ্রধানের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্বের দিকে বড় অগ্রগতি: আন্তর্জাতিক বাহিনীর ভূমিকা নিয়ে ইসরায়েল–হামাসের মতভেদ

হিজাব ছাড়াই ম্যারাথনে দৌড়ালেন নারীরা—ইরানে ২ আয়োজক গ্রেপ্তার

ইসরায়েলি দখলদারত্ব শেষ হলেই অস্ত্র পরিত্যাগ করবে হামাস

ইসরায়েলের অস্ত্র মেলায় ইউরোপ-এশিয়ার ক্রেতাদের ভিড়, বিজ্ঞাপনে গাজা যুদ্ধ