হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি জোটের হামলায় ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ইয়েমেন

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইয়েমেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় দেশটি ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।  একটি বেসরকারি সংস্থার বরাতে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। 

একটি বেসরকারি সংস্থার নেটব্লক্সের বরাতে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সৌদি জোট হোদেইদায় বিমান হামলা চালানোর পর পুরো ইয়েমেন ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। হামলার সময় রাষ্ট্রীয় ইন্টারনেট সরবরাহকারী সংস্থা টেলিইয়েমেনের ভবন ক্ষতিগ্রস্ত হয়। টেলিইয়েমেন বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।

ইয়েমেনের রাজধানী সানা ২০১৪ সাল থেকেই এই বিদ্রোহী দলটির দখলে রয়েছে। 

ঘটনার বিস্তারিত না জানিয়ে নেটব্লক্সের পক্ষ থেকে আরও বলা হয়, টেলিকম ভবনে বিমান হামলার পরে ইয়েমেন একটি ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে। 

যুক্তরাষ্ট্রের সান দিয়েগোভিত্তিক সংস্থা সেন্টার ফর অ্যাপ্লাইড ইন্টারনেট ডেটা অ্যানালাইসিস ও সান ফ্রান্সিসকোভিত্তিক সংস্থা ক্লাউডফেয়ারও ইয়েমেনের ইন্টারনেট বিচ্ছিন্নের খবর নিশ্চিত করেছে। 

হুতিদের সম্প্রচারমাধ্যম আল মাসিরাহর প্রতিবেদনে বলা হয়, টেলিকম ভবনে বিমান হামলার ঘটনায় কয়েকজন নিহত ও আহত হয়েছেন। 

সাবমেরিন ক্যাব্‌লের মাধ্যমে হোদাইদা ও গায়দাহ বন্দর দিয়ে  ইয়েমেনে ইন্টারনেট সরবরাহ করা হয়।  

২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। সম্প্রতি আবুধাবিতে হুতিদের ড্রোন হামলায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়। এরপরই ইয়েমেনে এই হামলা চালাল সৌদি নেতৃত্বাধীন জোট। 

বিক্ষোভ দমনে ইরানের সেনাবাহিনীর ‘রেডলাইন’ ঘোষণা

সামাজিক বিপ্লবের দ্বারপ্রান্তে ইরান, সত্তর দশকের চীনের প্রতিচ্ছবি দেখছেন বিশ্লেষকেরা

ট্রাম্পকে খুশি করতে দেশে ভাঙচুর চালাচ্ছে বিক্ষোভকারীরা, মন্তব্য খামেনির

ইরানের ফারদিসে বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংসতা হয়, মাটিতে পড়ে ছিলেন ৮-১০ জন

বিক্ষোভের মুখে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করার কথা স্বীকার করল ইরান সরকার

শুক্রবার রাতেও তেহরানের রাজপথ দখলে নিল বিক্ষোভকারীরা, সংঘর্ষ চলছে

ইরানে বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত, দাবি এইচআরএএনএর

দমনপীড়নের মধ্যেও তেহরানের রাস্তায় ফের বিক্ষোভ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা

যোগাযোগবিচ্ছিন্ন ইরান থেকে যেসব খবর আসছে

ইরানে বিক্ষোভ দমনে সহিংসতার ঘটনায় উদ্বেগ জাতিসংঘের মানবাধিকারপ্রধানের