হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের হাইফায় আঘাত হানল বিধ্বংসী ইরানি ক্ষেপণাস্ত্র

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত। ছবি: এক্সের ভিডিও থেকে

আল জাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

Scary footage of the impact in Haifa pic.twitter.com/i6HbpcvgNi

— Eli Kowaz - איליי קואז (@elikowaz) June 20, 2025
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

এর আগে বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যায় কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইসরায়েলের দিকে একযোগে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, এই হামলা প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জায়, ইসরায়েলের বিভিন্ন শহরে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। সাধারণ মানুষ দ্রুত বাংকার বা নিরাপদ এলাকায় ছুটছেন।

রয়টার্স জানায়, ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র প্রতিহতের ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই জেরুজালেম ও তেলআবিবের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেনাবাহিনী জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তারা বিমানবাহিনীকেও ব্যবহার করছে।

এই হামলা ইরান-ইসরায়েল উত্তেজনার সর্বশেষ ধাপ, যা পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।

ভিডিওটি কিছুক্ষণ আগের বলে উল্লেখ করা হয়েছে।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪