ফিলিস্তিনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের জন্য জেরুজালেমে দূতাবাস স্থাপনের অনুমতি দেবে না ইসরায়েল। তবে ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগে আপত্তি জানায়নি তেল আবিব।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন আজ রোববার তেল আবিব রেডিও স্টেশন ১০৩ এফএমকে বলেছেন, সৌদি রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি ফিলিস্তিনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে জেরুজালেমে যেতে পারেন। তবে তাঁর কোনো নির্দিষ্ট দূতাবাস থাকবে না।’
কোহেন আরও বলেন, ‘জেরুজালেমে ফিলিস্তিনের জন্য একজন বিদেশি কূটনীতিক থাকবেন—আমরা এর অনুমতি দেব না।’
এর আগে গতকাল শনিবার ফিলিস্তিনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদির কাছে তাঁর প্রমাণপত্র উপস্থাপন করেছেন। জর্ডানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি এখন ফিলিস্তিনের অনাবাসিক দূত ও কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন।