হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েল-ইরান সংঘাত শরণার্থী সংকট তৈরি করবে, উদ্বেগ এরদোয়ানের

আজকের পত্রিকা ডেস্ক­

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: আল-জাজিরা

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এমন একটি ‘বিধ্বংসী যুদ্ধ’ গোটা অঞ্চলকে অস্থির করে তুলতে পারে এবং ব্যাপক শরণার্থীসংকট তৈরি করতে পারে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপে এরদোয়ান বলেন, ‘আমাদের অঞ্চল আরেকটি বড় সংকট সহ্য করতে পারবে না, এবং একটি বিধ্বংসী যুদ্ধের ফলে অনিয়মিত অভিবাসনের ঢেউ সব দেশের দিকেই ধাবিত হতে পারে।’

এই টেলিফোন আলাপের পর তুর্কি প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানায়।

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যখন ইসরায়েল সম্প্রতি ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বিমান হামলা চালায়। এর জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে।

এই সংঘাত গোটা মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি করেছে এবং আশঙ্কা করা হচ্ছে, এতে করে সিরিয়া, লেবানন, ইরাক ও অন্যান্য প্রতিবেশী দেশেও নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।

তুরস্ক পূর্বে সিরিয়া ও অন্যান্য অঞ্চলে যুদ্ধের ফলে লক্ষ লক্ষ শরণার্থী আশ্রয় দিয়েছে। তাই নতুন করে আরও একটি শরণার্থীসংকট তৈরির আশঙ্কা দেশটির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

বিশ্লেষকদের মতে, এর্দোয়ানের মন্তব্য শুধু তুরস্কের জাতীয় উদ্বেগ নয়, বরং গোটা অঞ্চলের নিরাপত্তা ও মানবিক স্থিতিশীলতা নিয়ে বাড়তে থাকা আন্তর্জাতিক উদ্বেগের প্রতিফলন। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত মধ্যস্থতায় এগিয়ে না এলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র