হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের আদেশ

যুদ্ধবিধ্বস্ত গাজায় মৌলিক সেবাসহ প্রয়োজনীয় ত্রাণসহায়তা নিশ্চিত ও দুর্ভিক্ষ রোধে পদক্ষেপ নিতে ইসরায়েলকে আদেশ দিয়েছে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে)। গতকাল বৃহস্পতিবার গাজার পরিস্থিতি উল্লেখ করে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা অন্তর্বর্তী আদেশ জারির আবেদনের পরিপ্রেক্ষিতে আইসিজে এই আদেশ দেয়। 

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর শুরু করা সামরিক অভিযানে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এই অভিযোগে দেশটির বিরুদ্ধে আইসিজেতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। সেই মামলায় গতকাল বৃহস্পতিবার আরও দুই অন্তর্বর্তী আদেশ দিয়েছেন বিচারকেরা। 

তবে ইসরায়েল শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার আনা অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে, তারা গাজায় কোনো গণহত্যা চালাচ্ছে না। দেশটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ‘নাগরিকদের রক্ষায় ইসরায়েলের অন্তর্নিহিত অধিকার ও বাধ্যবাধকতাকে দুর্বল করার’ চেষ্টার অভিযোগ এনেছে। 
 
সর্বশেষ, গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও অঞ্চলটির দুর্ভিক্ষ ঠেকাতে প্রয়োজনীয় আদেশের আবেদন জানায়। সেই আবেদনের প্রেক্ষাপটে আইসিজের বিচারকেরা ইসরায়েলকে খাদ্য, পানি, জ্বালানি ও চিকিৎসা সরবরাহসহ মৌলিক পরিষেবা ও মানবিক সহায়তার ‘অবাধ প্রবাহ’ নিশ্চিত করতে ‘অবিলম্বে’ ব্যবস্থা নিতে আদেশ দেন।

তবে ইসরায়েলের পক্ষ থেকে আদালতকে এ ধরনের আদেশ না দেওয়ার জন্য অনুরোধ করা হয়। ইসরায়েলি কৌঁসুলিরা আদালতকে জানান, ইসরায়েল গাজায় ত্রাণ প্রবেশে কোনো বিধিনিষেধ আরোপ করেনি এবং আরও বেশি সহায়তা আনতে ‘নতুন উদ্যোগ এগিয়ে নেওয়ার’ প্রতিশ্রুতিও দেন তাঁরা। 
 
অপর অন্তর্বর্তী আদেশে আইসিজে ইসরায়েলি সামরিক বাহিনী যেন এমন পদক্ষেপ না নেয়, যা গণহত্যা কনভেনশনের অধীনে ফিলিস্তিনিদের অধিকার ক্ষতিগ্রস্ত করতে পারে, যার মধ্যে মানবিক সহায়তা প্রদান বাধাগ্রস্ত হয় তা অবিলম্বে নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

আন্তর্জাতিক আদালত আগামী এক মাসের মধ্যে এসব অন্তর্বর্তী আদেশ বাস্তবায়িত হয়েছে কি না, তা নিশ্চিত করে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণার পরও ১০ জনকে হত্যা করল ইসরায়েল

ইরানে বিক্ষোভ: উত্তেজনা কমেছে, মর্গে মানুষের ভিড়