হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন রাষ্ট্র প্রস্তাবকে ‘সন্ত্রাসবাদের পুরস্কার’ বললেন নেতানিয়াহু  

ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি প্রত্যাখ্যান করে মন্ত্রিসভায় একটি প্রস্তাব উত্থাপন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ রোববার নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এ প্রস্তাবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে ‘সন্ত্রাসের পুরস্কার’ বলে আখ্যা দেওয়া হয়েছে।

ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, প্রস্তাবটিতে ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ‘সুনির্দিষ্ট সময়সীমা’ প্রস্তাব করার মার্কিন পরিকল্পনার বিরোধিতা করা হয়েছে।

নেতানিয়াহু মন্ত্রীদের বলেন, একতরফাভাবে ইসরায়েলের ওপর ফিলিস্তিন রাষ্ট্র চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিষয়ে আন্তর্জাতিক মহলে সম্প্রতি শোনা মন্তব্যের আলোকে তিনি তাঁদের স্বাক্ষর করার জন্য একটি বিবৃতি এনেছেন।

গতকাল শনিবার তেল আবিবে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ফিলিস্তিনের সঙ্গে রাষ্ট্রীয় চুক্তির বিষয়ে ‘আন্তর্জাতিক হুকুম’ মেনে নেবে না। শুধু পূর্বশর্ত ছাড়া সরাসরি আলোচনার মাধ্যমে এমন লক্ষ্যে পৌঁছানো যেতে পারে বলে দাবি করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে ওই প্রস্তাবে বলা হয়েছে, ফিলিস্তিনিদের সঙ্গে স্থায়ী সমঝোতার বিষয়ে আন্তর্জাতিক সব ‘হুকুম’ প্রত্যাখ্যান করছে ইসরায়েল। এ ধরনের সমঝোতা কোনো ধরনের পূর্বশর্ত ছাড়া কেবল পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই সম্ভব। ফিলিস্তিন রাষ্ট্রকে একতরফাভাবে স্বীকৃতির বিরোধিতা অব্যাহত রাখবে ইসরায়েল। গত ৭ অক্টোবরের হত্যাকাণ্ডের পর এ ধরনের স্বীকৃতি সন্ত্রাসবাদকে পুরস্কৃত করবে এবং ভবিষ্যতে যেকোনো শান্তি চুক্তিকে বাধাগ্রস্ত করবে। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে কায়রোতে প্রতিনিধি পাঠিয়েছিল ইসরায়েল। তবে হামাসের দাবিগুলোকে ‘অবাস্তব’ আখ্যা দিয়ে যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করেছেন নেতানিয়াহু।

নামাজরত ফিলিস্তিনির ওপর গাড়ি চালিয়ে দিলেন ইসরায়েলি সেনা

গাজায় ধ্বংসস্তূপের মাঝেই বড়দিনের আনন্দ খুঁজছে ক্ষুদ্র খ্রিষ্টান সম্প্রদায়

শানলিউরফা: নবীদের যে নগরে মিলেছে তিন ধর্মের মানুষ

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার